“১৯৬২ সালে কোনো মতে ৪২ শতাংশ নম্বর পেয়ে স্নাতক পাস করি।”
Published : 26 Aug 2024, 09:12 AM
যুগ যুগ ধরে ক্যারিয়ারকে হাতের মুঠোয় ধরে রাখা ভারতের হিন্দি সিনেমার মহাতারকা অমিতাভ বচ্চনকে এক সময় দারুণ জ্বালিয়েছে পদার্থবিজ্ঞান নামের বিষয়টি।
ছাত্রজীবনের সেই অতীত যন্ত্রণার কথা বিগ বি তার দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন গেইম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ষোড়শ সিজনের একটি পর্বে।
আনন্দবাজার লিখেছে, স্নাতক পড়ার সময় পদার্থবিজ্ঞান পরীক্ষায় একবার নয়, দুইবার অকৃতকার্য হয়েছিলেন অমিতাভ। ফলে স্নাতকের চৌকাঠ পেরুতে রীতিমত যুদ্ধ করতে হয় তাকে।
অমিতাভ বলেন, “প্রথমবার যখন পরীক্ষায় বসি, পাস করতে পারিনি। দ্বিতীয়বারের চেষ্টায়ও কৃতকার্য হয়েছি। ১৯৬২ সালে কোনো মতে ৪২ শতাংশ পেয়ে স্নাতক পাস করি।”
কবি হরিবংশ রাই বচ্চনের সন্তান অমিতাভ বড় হয়েছিল সাহিত্য ঘেরা পরিবেশে। নৈনিতালের ‘শেরউড কলেজ’থেকে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। আর দশম শ্রেণি পর্যন্ত পড়েছিলেন এলাহাবাদ বয়েজ স্কুলে।
মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে দিল্লির কিরোরি মাল কলেজে অমিতাভ ভর্তি হন বিজ্ঞান বিষয়ে। তাতেই প্রায় নাজেহাল হয়ে পড়েন।
স্নাতক শেষ করে কলকাতায় ৫০০ রুপি বেতনে একটি জাহাজ কোম্পানিতে চাকরির মাধ্যমে পেশাজীবন শুরু অমিতাভের। পরে চাকরিতে ইস্তফা দিয়ে অভিনেতা হওয়ার নেশায় অমিতাভ পাড়ি জমান মুম্বাইয়ে। ‘সাত হিন্দুস্তানি’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় তার। ওই সিনেমায় প্রথম উপার্জন ছিল এক হাজার রুপি।
ভরাট কণ্ঠের জন্য সুপরিচিত হলেও ‘অল ইন্ডিয়া রেডিও’র অডিশন থেকে দু-দুবার বাদ পড়েন অমিতাভ।
১৯৫টির বেশি সিনেমায় কাজ করা ৮২ বছর বয়সী অভিতাভের জয়রথ ছুটছেই।
সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেতার ‘কল্কি ২৮৯৮’ সিনেমাটি। সিনেমায় অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ। বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছে এই সিনেমা।
আরও পড়ুন
সমস্যা হলে নিজেদের কাজ খুঁজে নিন, অমিতাভের পরামর্শ