“আমি কেন কাজ করছি এটা নিয়ে যেমন আপনাদের ভাবার স্বাধীনতা রয়েছে, তেমনি আবার আমারও স্বাধীনতা রয়েছে আমার কাজ করে যাওয়ার।”
Published : 20 Aug 2024, 05:45 PM
বয়স বাড়ছে বয়সের মত, আর হিন্দি সিনেমার মেগাস্টার অমিতাভ বচ্চন এগিয়ে চলছেন তার মত করে।
বয়স এবং বয়সজনিত অসুখবিসুখের সঙ্গে তার যোগযোগ থাকলেও সেসবকে পাত্তা দিতে নারাজ এই অভিনেতা। এই ৮২তেও কিসের তাগিদে অমিতাভ ছুটে চলেছেন তা খোলাসা করেছেন ভক্তদের কাছে।
টাইমস অব ইনডিয়া লিখেছে, অভিনেতার এই কর্মক্ষমতার বিষয়ে অনেকেই কৌতূহলী। অনেকে আবার উদ্বিগ্ন তার স্বাস্থ্য নিয়ে।
কেন অমিতাভ বাড়িতে শুয়ে বসে আরাম করে দিন কাটানোর বদলে নিরলস পরিশ্রম করছেন তা নিয়ে চিন্তার শেষ নেই ভক্ত অনুরাগীদের।
ব্লগে অমিতাভ লিখেছেন, “কেন কাজ করছি! উত্তর নেই আমার কাছে। কোনো কাজের প্রস্তাব পেলে মনে হয় আরেকটা কাজ করার সুযোগ পেলাম।
“আমি কেন কাজ করছি এটা নিয়ে যেমন আপনাদের ভাবার স্বাধীনতা রয়েছে, তেমনি আবার আমারও স্বাধীনতা রয়েছে আমার কাজ করে যাওয়ার। আমি আমার কাজ করে যাব। যদি আপনাদের সমস্যা থাকে আপনারা নিজেদের কাজ খুঁজে নিন।“
সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেতার ‘কল্কি ২৮৯৮’ সিনেমাটি। সিনেমায় অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ। বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছে এই সিনেমা। এ ছাড়াও শুরু হয়েছে জনপ্রিয় শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ষোড়শ সিজন।
এদিকে এই শোর সঞ্চালকের আসনে বসে বিবাহিতদের একটি বিশেষ পরামর্শ দিয়েছেন বিগ বি।
ওই অনুষ্ঠানে এক প্রতিযোগী বলেছেন, তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি যেখানে যান, সেখানেই রিলস বানান।
এ কথা শুনে অমিতাভ বলেন, “আপনি স্বামী-স্ত্রীদের দারুণ একটা আইডিয়া দিলেন। ভাইয়েরা আপনারা স্বামী-স্ত্রী মিলে দুজনে যেখানেই যান না কেন, সেখানে গিয়ে যাই করুন না কেন, তার একটা রিলস বানিয়ে সোশাল মিডিয়ায় ছেড়ে দেবেন।”