শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে এ মামলা করেন ভ্যান চালক জব্বার আলী।
Published : 22 Apr 2025, 05:52 PM
জুলাই-অগাস্ট আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যান চালককে হত্যাচেষ্টার মামলায় বাংলাদেশ জাতীয় বঙ্গলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শওকত হাসান মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।
আদালতের প্রসিকিউশন বিভাগে গুলশান থানার এসআই মোক্তার হোসেন বলেন, এদিন শওকত হাসান মিয়াকে আদালতে তুলে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম।
আসামির পক্ষের আইনজীবী সারোয়ার হোসেন তার জামিন চেয়ে আবেদন করেন। তবে মামলার মুল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় এ মামলা করেন ভ্যান চালক জব্বার আলী হাওলাদার।
মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন।