বিয়ের অনুষ্ঠানে স্বামী অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়াকে কথা বলতে দেখা গেলেও বচ্চন পরিবারের অন্যদের সঙ্গে স্পষ্ট দূরত্ব বজায় রেখে চলেন তিনি।
Published : 14 Jul 2024, 05:03 PM
ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানকে সতীর্থদের মিলনমেলা হিসেবে দেখেছেন বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন।
ইন্ডিয়া টুডে লিখেছে, শুক্রবার বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে ওই রাতেই অমিতাভ তার প্রতিক্রিয়া জানিয়েছেন ব্লগে।
বিগ বি লিখেছেন, “দারুণ একটি বিয়েবাড়ি থেকে ফিরলাম। সেখানে পেলাম ভালোবাসা আর সম্মান। কত পুরনো বন্ধু, পরিচিতদের সঙ্গে দেখা হল। সময়ের সাথে অনেকের চেহারায় পরিবর্তন এসেছে, কিন্তু আজও কত আন্তরিকতা আর ভালোবাসা রয়েছে আমাদের সম্পর্কগুলোয়। এই তো জীবন… এই একতা, ভালোবাসা আর আন্তরিকতা।”
অনুষ্ঠানে অমিতাভের যেসব ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়, সেখানে কখনও তাকে দেখা গেছে দক্ষিণের মহাতারতা রজনীকান্ত, ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে, আবার কখনও দেখা গেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকানদের সঙ্গে।
আম্বানিদের বিয়ে বাড়িতে সপরিবার গিয়েছিলেন অমিতাভ। ছেলে অভিষেক বচ্চন, মেয়ে শ্বেতা বচ্চন নন্দা এবং তার মেয়ে নব্যা নন্দাসহ পুরো পরিবার একসঙ্গে হাজির ছিলেন।
তবে ঐশ্বরিয়া রাই বচ্চন মেয়েকে নিয়ে হাজির হন আলাদাভাবে। অনুষ্ঠানে স্বামী অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়াকে কথা বলতে দেখা গেলেও বচ্চন পরিবারের অন্যদের সঙ্গে স্পষ্ট দূরত্ব বজায় রেখে চলেন তিনি।