শর্মিলাকে নিয়ে ‘বায়োপিক’ করা হলে আপত্তি নেই এই অভিনেত্রীর।
Published : 27 Dec 2023, 12:11 PM
‘অপুর সংসার’ থেকে ‘পুরাতন’, সাড়ে ছয় দশকের বর্নাঢ্য অভিনয় জীবন। ঠাকুর পরিবার থেকে মুম্বাইয়ের নবাব পরিবারের পুত্রবধূ। যে জীবনে ‘পাওয়া আর গড়ার’ ভাগটা বেশি, ব্যর্থতা থাকলেও গ্লানি নেই। বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সেই জীবন পর্দায় দেখতে চান অভিনেত্রী নিজে।
সেই সঙ্গে শর্মিলা জানিয়েছেন, বায়োপিকে নিজের চরিত্রে কাকে দেখতে চান তিনি ।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নির্মাতা করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’ এ গিয়ে শর্মিলা তার বায়োপিক নিয়ে কথা বলেন।
তার কাছে করণের প্রশ্ন ছিল, যদি তার ‘বায়োপিক’ করা হয় বিষয়টি কীভাবে নেবেন তিনি।
শর্মিলার উত্তর ছিল ‘হতেই পারে’।
জীবনে উত্থানপতনের ঢেউ কতটা ছিল জানতে চাইলে শর্মিলা বলেন, “ চড়াই-উৎরাই সবারই থাকে। আমারও ছিল। জীবনে পেয়েছি অনেক। অনেক কাজ করতে পেরেছি। হ্যাঁ এটা ঠিক মানিক বাবু (সত্যজিৎ রায়) আমার যে জীবনটা শুরু করে দিয়েছিলেন, সেটা আরও ভালো হতে পারত।“
শর্মিলার ভাষ্য, “ ব্যর্থতাও আছে জীবনে। কিন্তু সেসব নিয়ে আগেও মাথা ঘামাইনি। এখনো তেমন কিছু ভাবি না।“
বায়োপিকে কোন অভিনেত্রীকে শর্মিলা দেখতে চান, তা জানতে চেয়েছিলেন করণ। উত্তরে শর্মিলা বলেন, “আমার অল্পবয়সী চরিত্রে পছন্দ আলিয়া ভাটকে। আর একটু পরের দিকের সময়ে সারা (নাতনি সারা আলী খান) ভালো করবে বলে মনে হয়।“
বৃহস্পতিবার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস হটস্টারে’ শর্মিলাকে নিয়ে করণের শোয়ের এই বিশেষ পর্ব প্রচার হবে। এই পর্বে শর্মিলার সঙ্গে ছিলেন তার ছেলে অভিনেতা সাইফ আলি খান।
শর্মিলা ঠাকুরের চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের সিনেমা 'অপুর সংসার'র মধ্য দিয়ে। এরপর ‘কাশ্মীর কী কলি’র মধ্য দিয়ে বলিউডেও নিজের জায়গা করে নেন তিনি। এরপর একে একে অভিনয় করেন ‘অনুপমা’,‘অ্যান ইভিনিং ইন প্যারিস’,‘আরাধনা’,‘দাগ’, ‘চুপকে চুপকে’র মত সুপারহিট সিনেমায়, বনে যান তারকা।
এছাড়া সত্যজিতের ‘নায়ক’ সিনেমায় উত্তর কুমারের বিপরীতের শর্মিলার অভিনয় তাকে পরিচয় করিয়ে দেয় ‘অভিনেত্রী’ হিসেবে।
১৯৭০ সালে মুক্তি পায় সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’ এবং ১৯৭১ সালে ‘সীমাবদ্ধ’। দুটি সিনেমাতেই তিনি অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেন এবং সাফল্য পান। এছাড়া ১৯৭৭ সালে উত্তম কুমারের বিপরীতে শর্মিলার ‘অমানুষ’ ও ‘আনন্দ আশ্রম’ সিনেমা দুটি দারুণ প্রশংসিত হয়।
সিনেমায় কাজ শুরুর নয় বছর পর ১৯৬৮ সালে ভারতের ক্রিকেট অধিনায়ক মনসুর আলী খান পতৌদিকে বিয়ে করে শর্মিলা পাকাপাকি হন মুম্বাইয়ে।
এই দম্পতির তিন সন্তান অভিনেতা সাইফ আলী খান, সাবা আলী খান ও সোহা আলী খান। নিয়মিত না হলেও সোহাও অভিনয়ে আছেন। কিন্তু সাবা পর্দার বাইরের মানুষ। আর সাইফের স্ত্রী হলেন বলিউডের কাপুরদের মেয়ে কারিনা কাপুর।
মাঝে অভিনয় থেকে বিরতি নিলেও আবার অভিনয়ে ফিরে এসেছেন ৭৯ বছর বয়সী শর্মিলা। কাজ করছেন কলকাতার বাংলা সিনেমা ‘পুরতন’-এ।
পুরনো খবর
পতৌদির সঙ্গে প্রথম দেখার গল্প শোনালেন শর্মিলা
কারিনাকে শাশুড়ির দায়িত্ব জানালেন শর্মিলা