বাড়ি ছাড়ার পর পালি হিলের আবাসনে গিয়ে উঠবেন শাহরুখ ও তার পরিবারের সদস্যরা।
Published : 28 Feb 2025, 05:30 PM
মুম্বাই শহরের বান্দ্রায় সমুদ্রমুখী যে বাড়িটির সামনে প্রতিদিন কয়েকশ মানুষ দাঁড়িয়ে থাকেন বলিউডি অভিনেতা শাহরুখ খানকে কেবল এক নজর দেখার জন্য, সেই বাসভবন ‘মান্নাত’ ছাড়তে হচ্ছে অভিনেতাকে ।
বাড়ি ছাড়ার পর পালি হিলের আবাসনে গিয়ে উঠবেন শাহরুখ ও তার পরিবারের সদস্যরা।
২৫ বছরের বেশি সময় বসবাস করার পর শাহরুখকে কেন মান্নাত ছাড়তে হচ্ছে সেই কারণ তুলে ধরেছে হিন্দুস্তান টাইমস।
এর কারণ বিশাল ওই বাংলাোটির বড় ধরনের সংস্কার কাজ করতে হবে, কিছুটা সম্প্রসারণও করা হবে। তাই খান পরিবারকে কিছুদিন অন্য জায়গায় থাকতে হবে।
সংস্কার কাজ শুরু হবে চলতি বছরের মে মাসের দিকে।
‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় মান্নাতের সংস্কার ও কাঠামোগত পরিবর্তন আনতে শাহরুখকে আদালতের অনুমতি নিতে হয়েছে।
কাজে হাত দেওয়ার আগে স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান এবং দুই ছেলে আরিয়ান খান ও আব্রাম খানকে নিয়ে পালি হিল এলাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভবনের চারটি ফ্লোরে চলে যেতে হবে শাহরুখকে।
প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে ওই অ্যাপার্টমেন্টটি ভাড়া নিয়েছেন শাহরুখ। ভাড়ার চুক্তিটি হয়েছে শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে ভগনানির অভিনেতা ছেলে জ্যাকি ভগনানি এবং তার মেয়ে দীপশিখা দেশমুখের। চারটি ফ্লোরের জন্য শাহরুখ প্রতি মাসে শাহরুখকে গুণতে হবে ২৪ লাখ রুপি।
ওই চারটি ফ্লোরে কেবল শাহরুখরাই নন, তাদের নিরাপত্তাকর্মী এবং পরিচারকরাও থাকবে। রেড চিলিসের কিছু কাজকর্মও সারা হবে সেখান থেকে।
পালি হিলের অ্যাপার্টমেন্টের নিরপত্তা নিশ্চিতে এরই মধ্যে শাহরুখের টিম কাজ করছে। অভিনেতা ভবনটির প্রথম, দ্বিতীয়, সপ্তম এবং অষ্টম তলার দুটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট তিন বছরের জন্য ভাড়া নিয়েছেন।
এত দীর্ঘ সময় খান পরিবার ভাড়া অ্যাপার্টমেন্টেই থাকবেন কী না সে তথ্য সংবাদমাধ্যমে আসেনি। তবে মান্নাতের সংস্কার কাজের জন্য দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে।