“পরে জানতে পারি যে শুধু নাক নয় প্রিয়াঙ্কার শারীরিক কিছু সমস্যাও ছিল, তাই অস্ত্রোপচারও ভুল হয়েছ।”
Published : 23 Dec 2024, 12:23 PM
একবার নাকে অস্ত্রোপচার করিয়েছিলেন বলিউডি-হলিউডি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, যা তার ক্যারিয়ারে ‘কাল’ হয়ে দাঁড়িয়েছিল।
সেই অস্ত্রোপচার ‘ভুল হওয়ায়’ বেশ কয়েক বছর আগে একের পর এক সিনেমা ‘হাত ছাড়া হয়’ এই নায়িকার।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ইউটিউবার সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই দুঃসময়ের কথা বর্ণনা করে প্রিয়াঙ্কা কীভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন, সেই গল্প বলেছেন পরিচালক অনিল শর্মা।
‘গদর ২’ সিনেমার নির্মাতা অনিল বলেছেন, ওই খারাপ সময়ে প্রিয়াঙ্কা স্বাভাবিকভাবে ‘ভেঙে পড়েছিলেন’।
তখন অভিনেত্রীকে তিনি কেবল ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ সিনেমাতেই সুযোগ দেননি, তাকে ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যেতেও ‘বাধা দিয়েছিলেন’ বলে ভাষ্য অনিল শর্মার।
অনিল বলেছেন তিনি যখন প্রথমে আমি প্রিয়াঙ্কার অস্ত্রোপচারের কথা শুনেছিলেন, তখন ভেবেছিলাম যে নায়িকা হয়ত জুলিয়া রবার্টসের মত হতে চান, তাই তিনি অস্ত্রোপচারের টেবিলে গিয়েছিলেন।
“আমি প্রিয়াঙ্কাকে এটি নিয়ে বকাবকিও করেছিলাম। কিন্তু পরে জানতে পারি যে শুধু নাক নয়, তার শারীরিক কিছু সমস্যা ছিল। কিন্তু অস্ত্রোপচারও ভালো হয়নি।”
অনিল জানিয়েছেন প্রিয়াঙ্কা একদিন ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’রর জন্য তাকে দেওয়া বুকিংয়ের আগাম পাঁচ লাখ রুপিও ফেরত দিতে এসেছিলেন।
“সেদিন প্রিয়াঙ্কা আমাকে বলেছিলেন, তাকে যেন সিনেমা থেকে বাদ দেওয়া হয়। কারণ তিনি তার বাড়ি বেরেলিতে ফিরে যেতে চান।”
কিন্তু অনিল শর্মা প্রিয়াঙ্কাকে বেরেলি ফিরে যেতে বাধা দেন।
“পরে যশ রাজ ফিল্ম থেকে একজন মেকআপ আর্টিস্টকে ডাকিয়ে প্রিয়াঙ্কার চেহারার সমস্যাগুলো খতিয়ে দেখা হয়। তারপর প্রিয়াঙ্কার স্ক্রিন টেস্ট নেওয়া হয়। এরপর অল্প দিনের মধ্যে প্রিয়াঙ্কার চেহারায় চমক ফিরে আসে।”
২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পরপরই নিজ দেশ ভারতে সিনেমায় নামেন প্রিয়াঙ্কা। বহু সিনেমায় অভিনয় করার পাশাপাশি দুই বার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জেতেন তিনি।
২০১৫ সালে আমেরিকান টিভি সিরিজ কুয়েন্টিকোকে অভিনয়ের মাধ্যমে হলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা। তারপর থেকে বলিউডে অনিয়মিত তিনি।
২০১৮ সালে আমেরিকান গায়ক নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। এরই মধ্যে মা হয়েছেন সারোগেসির মাধ্যমে। কয়েক বছর আগে নিউ ইয়র্কে রেস্তোরাঁ খুলেছেন তিনি। সেইসঙ্গে বলিউডে সিনেমা করা প্রায় ছেড়েই দিয়েছেন প্রিয়াঙ্কা।