কোভিড মহামারীর সময়ে ঘটে যাওয়া কিছু সত্যিকারের সাইবার ক্রাইমের ঘটনা নিয়ে 'ফতেহ' সিনেমার চিত্রনাট্য সাজানো হয়েছে।
Published : 27 May 2024, 06:58 PM
এক আনকোরা পরিচালকের হাত ধরে প্রবীণ এক অভিনেতা পর্দায় আসতে চলেছেন। তারা দুজন হলেন সোনু সুদ এবং ভারতের মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রের দাপুটে অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
দুজনে মিলে ‘ফতেহ’ নামের একটি সিনেমা নির্মাণে হাত দিয়েছেন তারা। আর এই সিনেমা দিয়েই পরিচালনায় আত্মপ্রকাশ করছেন অভিনেতা-মডেল সোনু সুদ।
আর কিছুদিন আগে হিন্দি সিনেমা দেখা একেবারেই ছেড়ে দিয়েছেন জানিয়ে হতাশা প্রকাশ করলেও ক্যারিয়ার চালিয়ে নিতে সেই হিন্দি ফিল্মি ইন্ডাস্ট্রিকেই বেছে নিয়েছেন নাসিরুদ্দিন।
হিন্দুস্তান টাইমস লিখেছে, কোভিড মহামারীর সময়ে ঘটে যাওয়া কিছু সত্যিকারের সাইবার ক্রাইমের ঘটনা নিয়ে চিত্রনাট্য সাজানো হয়েছে।
নাসিরুদ্দিন শাহ একজন হ্যাকারের চরিত্রে অভিনয় করবেন। ভিন্নধর্মী গল্পের স্ক্রিপ্টটি এই অভিনেতা দারুণ পছন্দও করেছেন বলেও সোনু জানিয়েছেন।
অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমার টিজার ও পোস্টারও প্রকাশ্যে এসেছে। তবে নাসিরুদ্দিন শাহের চরিত্রের কোনো আভাস তাতে দেওয়া হয়নি। পরিচালক কেবল ট্রেইলারেই তার সম্পর্কে আভাস দেবেন।
নাসিরুদ্দিনকে সর্বশেষ জিফাইভে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘তাজ: রেইন অব রিভেঞ্জ’ এ দেখা গেছে।
মুঘল সম্রাটদের দেখানো হচ্ছে 'খলনায়ক' হিসেবে: নাসিরউদ্দিন শাহ
নাসিরুদ্দিন শাহ: 'প্যারালাল' সিনেমায় 'আনপ্যারালাল'
তিন খানের 'নীরবতায়' হতাশ নাসিরুদ্দিন শাহ