নাসিরউদ্দিনের অভিযোগ ভারতের বিজেপি সরকার ‘কৌশলে’ নাগরিকদের মনে মুসলমানদের বিরুদ্ধে ‘বিদ্বেষ’ ঢুকিয়ে দিচ্ছে।
Published : 30 May 2023, 02:01 PM
ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমালোচনায় ফের সরব হয়েছেন দেশটির মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের ‘দাপুটে’ অভিনেতা নাসিরউদ্দিন শাহ।
এ অভিনেতার অভিযোগ, সরকার ‘কৌশলে’ নাগরিকদের মনে মুসলমানদের বিরুদ্ধে ‘বিদ্বেষ’ ঢুকিয়ে দিচ্ছে এবং এই কাজে শিল্পকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করছে।
নাসিরউদ্দিনের ভাষ্য, “মুসলিম-বিদ্বেষটাই এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।“
কর্ণাটকে বিপুল ভোটে বিজেপিকে হারিয়ে কংগ্রেসের জয়ের প্রসঙ্গ ধরে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দর্শন, এবং ভোট পেতে রাজনীতিবিদদের কর্মপদ্ধতি নিয়েও সমালোচনা করেন নাসিরউদ্দিন। নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ বলে বিদ্রুপ করেছেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে নাসিরউদ্দিন বলেন, “আজকাল কিছু সিনেমা বা সিরিজ বিভ্রান্তির প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর যা দেখানো হচ্ছে তারই প্রতিফলন দেখা যাচ্ছে বাস্তবে। নির্বাচনে ভোট পেতে অবাধ ইসলামফোবিয়াকে ব্যবহার করা হচ্ছে।“
বতর্মান সময়কে ‘উদ্বেগজনক’ হিসেবে বর্ণনা করে ৭২ বছর বয়সী এই অভিনেতা বলেন, “মুসলিম বিদ্বেষী ভাবনাচিন্তা ও ধ্যান-ধারণা আমাদের মগজের মধ্যে নানা কিছুর ছদ্মবেশে ঢুকে যাচ্ছে। মুসলিম বিদ্বেষ আজকাল ফ্যাশন, এমনকি শিক্ষিত মানুষের মধ্যেও।“
ভারতে ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের কথা বলা হলেও সব কিছুতে ধর্মীয় পরিচয় সবাইকে দিতে হয় কেন– সেই প্রশ্ন রেখে নাসিরউদ্দিন বলেন, “ক্ষমতাসীন দল খুব কৌশলে ধর্ম বিদ্বেষী মনোভাব মাথায় গেঁথে দিচ্ছে।“
নাসিরউদ্দিন বলেন, “যারা ধর্মের দোহাই দিয়ে ভোট পাচ্ছেন, তাদের সামনে নির্বাচন কমিশন স্রেফ নীরব দর্শক। আজ যদি কোনো মুসলিম নেতা ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে জনগণের কাছে ভোট চাইতেন, তা হলে তো এত দিনে দুনিয়া ধ্বংস হয়ে যেত।“
ক্ষুব্ধ এই অভিনেতার প্রশ্ন, “নির্বাচন কমিশন কতটা মেরুদণ্ডহীন হলে দিনের পর দিন এটা চলতে পারে! নির্বাচন কমিশনের তো একটা কথা বলারও সাহস নেই।’’
দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলতেও ছাড়েননি নাসিরউদ্দিন।
তার ভাষ্য, “প্রধানমন্ত্রী নিজেও তো ধর্মের নামে ভোট চান, যদিও তার পরেও সাম্প্রতিক নির্বাচনে হেরে গিয়েছেন তিনি।”
তবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী নাসিরউদ্দিনের প্রত্যাশা, কোন এক দিন এই ঘৃণার রাজনীতি বন্ধ হবে ভারতে।
কিছুদিন আগে মুঘলদের সম্পর্কে নিজের অবস্থান প্রকাশ করে আলোচনায় এসেছিলেন নাসিরউদ্দিন শাহ। সে সময় তিনি অভিযোগ করেন, মুঘল সম্রাটদের নানা সময়ে কেবল ‘খলনায়ক’ হিসেবেই তুলে ধরা হয়েছে।
দেশে ইতিহাস চর্চার অভাবে চেতনার ঘাটতি তৈরি হচ্ছে বলেও মনে করেন নাসিরউদ্দিন শাহ।
“স্কুলগুলোয় বাচ্চাদের গুপ্ত রাজবংশ, মৌর্য রাজবংশ, বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে ঠিকঠাক পড়ানো হচ্ছে বলে মনে হয় না।“
তার ভাষ্য মুঘলরা ভারতে এসে নিজেদের বসতি গড়ে সাম্রাজ্য তৈরি করে এবং তা টিকিয়ে রাখে কয়েক শতাব্দী ধরে। তাদের অবদান আদৌ অস্বীকার করা যায় কি না সে প্রশ্ন রাখেন তিনি।
পুরনো খবর
মুঘল সম্রাটদের দেখানো হচ্ছে ‘খলনায়ক’ হিসেবে: নাসিরউদ্দিন শাহ