এবারের নাচের মিউজিকে রয়েছে ক্লাসিক্যাল, ফোক, অ্যারাবিক ও আধুনিক কম্পোজিশান।
Published : 16 Mar 2025, 09:51 AM
ঈদ ঘিরে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি পর্বের এক নৃত্যানুষ্ঠানে দেখা যাবে ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি ও পারসা ইভানাকে।
বরাবরের মত এবারো ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইত্যাদির প্রতি পর্বেই চেষ্টা করা হয় নাচের মিউজিক, বিষয় ও চিত্রায়ণে বৈচিত্র্য আনতে। সেই ধারাবাহিকতায় একটি ভিন্ন আঙ্গিকে নাচের আয়োজন করা হয়েছে এবার। তাতেই দেখা যাবে নাটকের চার অভিনেত্রীকে। তাদের সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী।
নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।
হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। এবারের নাচের মিউজিকে রয়েছে ক্লাসিক্যাল, ফোক, অ্যারাবিক ও আধুনিক কম্পোজিশানের সংমিশ্রণ।
ফাগুন অডিও ভিশন জানিয়েছে নাচের জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন, নিয়মিত মহড়া দিয়েছেন।
ঈদের পরদিন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে 'ইত্যাদি'।