১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
“আমরা ভিউবাজদের ভিউ বিড়ম্বনার স্বীকার হয়েছি। কোনো অপপ্রচারই ইত্যাদির সঙ্গে দর্শকদের এই ভালোবাসার বন্ধন ছিন্ন করতে পারবে না।”
“অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হল না”, হানিফ সংকেত।
এই পর্বটি দেখা যাবে শুক্রবার বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর।
এবারের ইত্যাদির অনুষ্ঠানে লোকসংগীত পরিবেশন করেছেন শেরপুরের পালাগানের শিল্পী তারা বয়াতি ও পান্থ কানাই।