এই প্রথম একসঙ্গে ইত্যাদির গানে কণ্ঠ দিয়েছেন সংগীত তারকা হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান।
Published : 13 Mar 2025, 02:54 PM
ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদির' এবারের পর্বে বিশেষ চমক হিসেবে আছেন গায়ক হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান।
এর আগে হাবিব ও প্রীতম একসঙ্গে কাজ করলেও একসঙ্গে কোনো গান করেননি। এই প্রথম একসঙ্গে ইত্যাদির গানে কণ্ঠ দিয়েছেন তারা।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন আর স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
ফাগুন অডিও ভিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাবিব ও প্রীতমেন গাওয়া গানটি লিখেছেন ইনামুল তাহসিন; সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।
ফাগুন নিকেতনেও শুটিং হয়েছে গানটির কিছু অংশ। সেখানে হাবিব ও প্রীতম নেচে-গেয়ে প্রায় পাঁচ হাজার দর্শককে মাতিয়ে তোলেন।
বাংলাদেশ টেলিভিশনে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে ইত্যাদি।
এদিকে 'হাবিব ওয়াহিদ' ইউটিউব চ্যানেলে অনেকগুলো নতুন গান নিয়ে হাজির হয়েছেন হাবিব। গেল মাসে প্রকাশ্যে এসেছে তার ‘ঘোর কেটে যায়’ গান।
২০১২ সালে প্রচারিত ইত্যাদির বরিশাল পর্বে প্রীতম হাসান প্রথম টিভি পর্দায় উপস্থিত হন। বাউল ও লোকসংগীতের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে প্রীতমের। ‘কোক স্টুডিও বাংলাতে ‘দেওরা’ গান পরিচালনা করে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। পাশাপাশি অভিনয়ও করছেন এই শিল্পী। ।
গেল মাসে এসেছে তার অভিনীত ওয়েব ফিল্ম 'ঘুমপরী'।