” চলচ্চিত্র এবং এই শিল্প সংশ্লিষ্টদের বেঁচে থাকার জন্য প্রেক্ষাগৃহ বাঁচিয়ে রাখতে হবে।“
Published : 03 Mar 2025, 03:29 PM
বড় পর্দার জন্য আরো বেশি করে চলচ্চিত্র বানানোর আহ্বান জানিয়ে ‘আনোরা’ সিনেমার নির্মাতা শন বেকার বলেছেন, চলচ্চিত্র এবং এই শিল্প সংশ্লিষ্টদের বেঁচে থাকার জন্য প্রেক্ষাগৃহ বাঁচিয়ে রাখতে হবে।
যুক্তরাষ্ট্রের পরিচালক শন বেকার ‘আনোরা’ বানিয়ে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসরে পেয়েছেন সেরা নির্মাতার অস্কার। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে রোববার সন্ধ্যায় অস্কারের জমকালো আসরে বেকারের হাতে অস্কার তুলে দেওয়া হয়।
কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক বার ড্যান্সারের প্রেমে পড়েন। দুজন বিয়ে করেন, কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেন না।
এমন গল্প নিয়ে শন বেকারের সিনেমা ‘আনোরা’। গত বছর কান উৎসবে স্বর্ণপাম জেতা সিনেমাটি আদতে নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাদের স্বপ্নের টানাপোড়েনের গল্প।
দারুণ আলোচনায় থাকা কয়েকটি সিনেমাকে পেছনে ফেলে, সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অভিনেত্রী, মৌলিক চিত্রনাট্য এবং সেরা সম্পাদনাসহ মোট পাঁচটি অস্কার জিতে নিয়েছে ‘আনোরা’; মনোনয়নে ছয় শাখায় নাম ছিল বেকারের এই সিনেমাটির।
ভ্যারাইটি লিখেছে, অস্কার নিতে যখন বেকার যখন মঞ্চে উঠছিলেন, তখন সঞ্চালক যুক্তরাষ্ট্রের কমেডিয়ান কোনান ও’ব্রায়েনকে বলতে শোনা যায়, দিনটি বেকারের জন্য একটি ‘সেরা দিন’ হতে পারে।
অস্কারজয়ী ৫৪ বছর বয়সী বেকার সোনালী ট্রফি হাতে নিয়ে প্রেক্ষাগৃহের গুরুত্ব তুলে ধরেন বলেন, “এই পৃথিবীতে প্রেক্ষাগৃহ এখন হুমকির মুখে। আমাদের বড় পর্দার জন্য সিনেমা বানিয়ে যেতে হবে, আমি জানি আমি পারব।”
বেকারের কথায়, “আমরা সবাই সন্ধ্যার এই আসরে সমবেত হয়েছি, কারণ আমরা সিনেমা ভালোবাসি। আমরা কোথায় সিনেমার প্রেমে পড়েছিলাম? প্রেক্ষাগৃহে আমরা চলচ্চিত্রকে ভালোবাসতে শুরু করি।
“সিনেমা দেখতে দেখতে আমরা প্রেক্ষাগৃহে একসাথে হাসতে পারি, একসাথে কাঁদতে পারি। ওই সময়টিতে দর্শকরা নিজেদের একে অন্যের থেকে আলাদা কিছু ভাবেন না।“
বেকারের ভাষ্য, প্রেক্ষাগৃহের পরিবেশ এমন একটি অসাম্প্রদায়িক অভিজ্ঞতা যা বাড়িতে পাওয়া যাবে না। এবং এই মুহূর্তে প্রেক্ষাগৃহে যাওয়ার অভিজ্ঞতা হুমকির মুখে।”
বিশেষ করে ব্যক্তিমালিকানাধীন প্রেক্ষাগৃহগুলোর ব্যবসা মন্দা যাচ্ছে বলে জানিয়েছেন বেকার।
"মহামারীর সময় আমরা যুক্তরাষ্ট্রে প্রায় ১ হাজারে প্রেক্ষাগৃহ হারিয়েছি। এবং এর পর থেকে নিয়মিতভাবে প্রেক্ষাগৃহ বন্ধ হতে থাকে। যদি আমরা প্রেক্ষাগৃহ বন্ধের এই চর্চা বন্ধ না করি, তাহলে আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে যাবে। তাই আমি প্রেক্ষাগৃহ বাঁচানোর ডাক দিয়েছি।"
চলচ্চিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বেকার মঞ্চে দাঁড়িয়ে তার মায়ের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।
প্রশংসা করেন ‘আনোরা’ সিনেমার অভিনেত্রী অস্কার জয়ী ২৫ বছর বয়সী মাইকি ম্যাডিসনের।
তিনি বলেন, “ম্যাডিসন না থাকলে আনোরা হত না।”
২০২৩ সালে নিউইয়র্কে ‘আনোরার’ শুটিং হয়। ২০২৪ সালের ২১ মে কান উৎসবে সিনেমাটির প্রিমিয়ার শোতে ১০ মিনিট ধরে দর্শকরা দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছিল।
আনোরা’ প্রযোজনা করেছেন নির্মাতার স্ত্রী সামান্থা কোয়ান।
শন বেকার ‘আনোরা’ সিনেমায় প্রচুন যৌনদৃশ্য রেখেছেন। সিনেমায় ম্যাডিসন হয়েছেন একজন যৌনকর্মী, যার সম্পর্ক হয় রাশিয়ান এক বিলিওনিয়ারের ছেলের সঙ্গে। সিনেমার যৌনদৃশ্যের দৃশ্যধারণের সময় সাধারণ প্রশিক্ষিতদের সঙ্গে রাখা হয়, যারা অভিনয়শিল্পীদের অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে সহজ হতে সহযোগিতা করেন।
তাদের বলা হয় ‘ইন্টিমেসি কো-অর্ডিনেটর’। ‘আনোরার’ ওই ধরনের দৃশ্যের শুটিংয়ের সময় ম্যাডিসন কোনো ‘ইন্টিমেসি কো-অর্ডিনেটর’ রাখেননি বলে জানিয়েছেন।
‘আমি সবটা একাই সামাল দিয়েছি’, বলেছিলেন ম্যাডিসন। তার এই মন্তব্যের সমালোচনা এসেছে। তরুণী অভিনেত্রীকে নিয়ে সমালোচকদের বিরূপ প্রতিক্রিয়ার ফলে অস্কার দৌড়ে তিনি কতটুকু এগুতে পারবেন তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
তবে সব সমালোচনায় ও সংশয়ে সিলমোহর দিয়ে ‘আনোরাই’ কেবল জেতেনি, জিতে গেছেন বেকার ও তরুণ অভিনেত্রী ম্যাডিসনও।
আরও পড়ুন-
যৌনকর্মীর চরিত্রে 'সমালোচিত' সেই ম্যাডিসনই হলেন সেরা
অস্কারে প্রেমের সিনেমা 'আনোরার' জয়জয়কার
দ্বিতীয় অস্কার জিতে 'অভিনয় জীবনের' প্রতি ব্রডির কৃতজ্ঞতা
অস্কার উঠছে কাদের হাতে, জানার অপেক্ষা
অস্কার ২০২৫: ডেমি মুর ফিরেছেন ফেরার মত, অন্যরা আলোচিত-সমালোচিত
একমাত্র অস্কার জয়ী কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হ্যালি বেরি এখন 'ক্লান্ত'