আগুনের গ্রাস থেকে শহরকে বাঁচিয়ে ডরবি থিয়েটার হলকে আলোয় আলোকিত করাটাই ছিল অ্যাকাডেমি কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ।
Published : 02 Mar 2025, 08:43 PM
এবারের অস্কারের কথা বললে শুরুতেই আসে জানুয়ারি মাসে লস অ্যাঞ্জেলেস শহরের ভয়াবহ দাবানলের কথা। আগুনের গ্রাস থেকে শহরকে বাঁচিয়ে ডরবি থিয়েটার হলকে আলোয় আলোকিত করাটাই ছিল অ্যাকাডেমি কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ।
সেই চ্যালেঞ্জ উতরে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসর বসছে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায়।
বিবিসি লিখেছে, দাবানলেরর ঘটনা ছাড়াও মনোনয়ন ঘোষণার পর ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার অভিনেত্রী কার্লা সোফিয়া গ্যাসকনের বিতর্কিত পোস্টে অস্কার ঘিরে বিতর্ক শুরু হয়। দ্বিতীয় আলোচিত সিনেমা ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় এআইয়ের ব্যবহার নিয়েও শুরু হয় সমালোচনা। এছাড়া জনপ্রিয়তার নানা জরিপে সিনেমার ওঠানামায় চলতি বছরকে অস্কারের সবচেয়ে বিতর্কিত ও অপ্রত্যাশিত বছর বলা হচ্ছে।
অস্কার ঘোষণাকে সামনে রেখে আলোচিত কিছু ঘটনা সামনে এনেছে বিবিসি।
দুইটি মিউজিক্যাল ফিল্ম মুখোমুখি
পরিচালক জ্যাক অঁদিয়ারের ‘এমিলিয়া পেরেজ’ এবং জন এম চুয়ের ‘উইকড’ সিনেমার স্থান হয়েছে অস্কারে সেরা চলচ্চিত্র শাখায়। আর এই দুইটি সিনেমাই হল ‘মিউজিক্যাল ফিল্ম’।
একসঙ্গে দুইটি ‘মিউজিক্যাল ফিল্মের’ মনোনয়নে জায়গা পাওয়ার ঘটনা ঘটেছে গত পাঁচ দশকের মধ্যে এই প্রথম।
যা ঘটেছিল ১৯৬৯ সালে; সেবার ‘ফানি গার্ল’ এবং ‘অলিভার’ নামের দুইটি মিউজিক্যাল সিনেমা অস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
ব্রডি কী রেকর্ড গড়বেন?
‘দ্য ব্রুটালিস্ট’ আলোচনায় আসে গত বছরের ভেনিস উৎসবে। এ সিনেমা অভিনেতা হিসেবে অ্যড্রিয়েন ব্রডির ক্যারিয়ারে নতুন বাঁকবদল এনে দেয়। ২০০২ সালে ‘দ্য পিয়ানিস্ট’ সিনেমার জন্য ২৯ বছর বয়সে সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে অস্কার জিতেছিলেন ব্রডি।
পরের এতগুলো বছরে বলার মত তেমন কোনো কাজ নেই ব্রডির। ‘দ্য ব্রুটালিস্ট’ দিয়ে সেরা অভিনেতার পুরস্কার জেতা ব্রডির জন্যও তাই দুর্দান্ত ফেরা।
এবার যদি ব্রডি সেরা অভিনেতার অস্কার জেতেন, তাহলে মাত্র দুবার মনোননয়েই পুরস্কার জিতবেন তিনি।
ভিভিয়েন লেই, হিলারি সোয়াঙ্ক, কেভিন স্পেসি, লুইস রেইনার, ক্রিস্টোফ ওয়াল্টজ, হেলেন হেইসের মত মাত্র কয়েকজন অভিনেতা ক্যারিয়ারে দুই বা তিনবার অস্কার মনোনয়নে নাম লিখিয়েই পুরস্কার জিতেছেন।
টিমোতে শ্যালামে বড় হুমকি
গানের কবি অস্কার জয়ী বব ডিলানকে নিয়ে নির্মিত হয়েছে ‘আ কমপ্লিট আননোন’। ডিলানের বায়োপিকের এই সিনেমাটি অস্কারে সেরা অভিনেতার শাখাসহ ৮টিতে মনোনয়ন পেয়েছে।
জেমস ম্যানগোল্ডের পরিচালনায় বব ডিলানের চরিত্রে অভিনয় করছেন এ সময়ের জনপ্রিয় তারকা টিমোতে শ্যালামে।
শ্যালামেকে অভিনেতা অ্যড্রিয়েন ব্রডির প্রতিদ্বন্দ্বী ধরা হচ্ছে। যদি শ্যালামে অস্কার জেতেন তাহলে সর্বকনিষ্ঠ অস্কার জেতা অভিনেতা ব্রডির রেকর্ড ভাঙতে পারতেন।
‘এমিলিয়া পেরেজ’ পারবে?
মেক্সিকোর চার প্রতিষ্ঠিত নারীর গল্পে বোনা মিউজিক্যাল ফিল্ম ‘এমিলিয়া পেরেজ’ অস্কারের মনোনয়নে সেরা সিনেমা, সেরা পরিচালক ও সেরা অভিনেত্রীসহ ১৩ শাখায় মনোনয়ন পেয়ে বাজিমাত করেছে।
তবে নেটফ্লিক্সের এই সিনেমাটি এতগুলো মনোনয়ন পেলেও অস্কার জিতবে কী না সেটি নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। কারণ এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের আগের কয়েকটি সিনেমা মনোনয়নে চমক দেখালেও মূল আসরে মুখ থুবড়ে পরে।
যেমন নেটফ্লিক্সের সিনেমা ‘দ্য আইরিশম্যান’ এর আগে ১০টি শাখায় মনোনয়ন পেলেও অস্কারের আসর থেকে ফিরতে হয়েছিল খালি হাতে। এই স্ট্রিমিং প্ল্যাটফর্মটির সিনেমা ‘ম্যাঙ্ক’ ১০টি শাখায় মনোনীত হয়ে অস্কার পেয়েছিল দুইটিতে।
‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ মনোনয়নের ১২ শাখায় নাম তুলে, জিতেছিল ১টিতে। ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ১০ শাখায় মনোনয়ন পেলেও একটিতেও পুরস্কার বাগাতে পারেনি। তাই ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ারের স্প্যানিশ ভাষার এই সিনেমাটির বাজিমাত করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কেউ কেউ।
ব্যতিক্রমী দুই নাম কালকেইন ও জেরেমি
‘অ্যা রিয়েল পেইন’ সিনেমা থেকে কিইরেন কালকেইন এবং ‘দ্য অ্যাপ্রেনটিস’ সিনেমার জেরেমি স্ট্র- এই দুজনের নাম অস্কারের মনোনয়নে এসেছে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হিসেবে।
এই শাখার বাকি তিন অভিনেতার তিনটি সিনেমা, সেরা চলচ্চিত্র শাখায় স্থান করে নিয়েছে।
বরাবর দেখা গেছে সেরা চলচ্চিত্র শাখায় নাম আসা সিনেমাগুলোর পার্শ্ব চরিত্রের অভিনেতারা সাধারণত ‘পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা’ শাখায় অস্কার জিতে নেন। সেদিক থেকে কালকেইন ও স্ট্র ব্যতিক্রমী দুই নাম।
এই বিভাগে এডওয়ার্ড নর্টন ছাড়া বাকি চার অভিনেতা ইউরা বোরিসভ, কিইরেন কালকেইন, গাই পিয়ার্স এবং জেরেমি স্ট্রং এই প্রথমবার অস্কারে মনোনীত হয়েছেন। নর্টন এর আগে তিনবার অস্কারে মনোনী হয়েছে।
ইসাবেলা রোসেলিনির ৮ মিনিটের উপস্থিতি
‘কনক্লেভ’ সিনেমার পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছেন অভিনেত্রী ইসাবেলা রোসেলিনি। পর্দায় তার উপস্থিতি ছিল মাত্র আট মিনিটের। তবে এটি রেকর্ড নয়।
এর আগে এই বিভাগে অভিনেত্রী বিট্রিস স্ট্রেইট ‘নেটওয়ার্ক’ সিনেমা করে মনোননীত হয়েছিলেন তার ৫ মিনিট ২ সেকেন্ডের অভিনয়ের জন্য। ‘শেক্সপিয়ার ইন লাভ’ সিনেমায় ডেম জুডি ডেঞ্চ মনোনয়ন পেয়েছিলেন ৫ মিনিট ৫২ সেকেন্ড অভিনয় করে।
বিজয়ীদের বাদ দিলে সবচেয়ে কম সময়ের জন্য মনোনীত প্রার্থী হিসেবে মনে করা হয় ১৯৫৯ সালের 'রুম অ্যাট দ্য টপ' সিনেমায় হারমায়োনি ব্যাডেলির অভিনয়, যা ২ মিনিট ১৯ সেকেন্ড স্থায়ী হয়েছিল।
‘দ্য ব্রুটালিস্টের' দৈর্ঘ্য ৩ ঘন্টা ৩৫ মিনিট
‘দ্য ব্রুটালিস্ট’ সেরা সিনেমা, সেরা নির্মাতা এবং সেরা অভিনেতাসহ ১০ শাখায় মনোনয়ন পেয়েছে। এই সিনেমাটি সেরা সিনেমা হিসেবে জয়ী হলে সর্বকালের চতুর্থ দীর্ঘতম সিনেমা হিসেবে নাম লেখাবে।
ব্র্যাডি করবেট পরিচালিত এই সিনেমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে লাভি রডেনসজিক ও মিরা নামের এক দম্পতির গল্প উঠে এসেছে।
করবেটের বানানো এই সিনেমার দৈর্ঘ্য ৩ ঘন্টা ৩৫ মিনিট। দীর্ঘ দৈর্ঘ্যের তালিকায় এই সিনেমার আগে আছে, ‘গন উইথ দ্য উইন্ড’, ‘লরেন্স অফ অ্যারাবিয়া’ এবং ‘বেন-হুর'।
পাঁচ অভিনেত্রী নিয়ে আলোচনার শেষ নাই
অস্কারে সেরা অভিনেত্রী তালিকায় যে পাঁচজনের নাম এসেছে, তাদের ওই সিনেমাগুলো আবার জায়গা করেছে সেরা সিনেমার তালিকাতেও।
‘উইকড’ সিনেমার জন্য সিনথিয়া আরিভো, ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার কার্লা সোভিয়া গ্যাসকন, ‘আনোরার’ মাইকি ম্যাডিসন এবং অভিনেত্রী ডেমি মুরের নাম এসেছে ‘দ্য সাবস্ট্যান্স’ সিনেমার জন্য, এছাড়া ফার্নান্দা তোরেস মনোনীত হয়েছেন ‘আই অ্যাম স্টিল হেয়ার’ সিনেমার জন্য।
এমন ঘটনা শেষ ঘটেছিল ১৯৭৭ সালে
প্রেসিডেন্টের চরিত্রে ৭ অভিনেতা মনোনীত হয়েছিলেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরুণ বয়সের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘দ্য অ্যাপ্রেনটিস’। সিনেমাটি বানিয়েছেন ইরানি বংশোদ্ভূত ড্যানিশ নির্মাতা আলি আব্বাসি। ডোনাল্ড ট্রাম্পের চরিত্রে অভিনয় করেছেন সেবাস্তিয়ান স্ট্যান।
সিনেমাটি নিয়ে বিতর্ক থাকলেও স্ট্যান যেভাবে তরুণ বয়সের ট্রাম্প হিসেবে পর্দায় হাজির হয়েছেন, এর প্রশংসা করেছেন সমালোচকরা।
‘দ্য অ্যাপ্রেনটিস’ সিনেমার আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নিয়ে আরও কয়েকটি সিনেমা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চরিত্রে অভিনয়ের জন্য এর আগে সাতজন অভিনেতা অস্কারে মনোনীত হয়েছিলেন।
ফ্র্যাঙ্ক ল্যাঙ্গেলা রিচার্ড নিক্সনের চরিত্রে অভিনয়ের জন্য স্বীকৃতি পেয়েছিলেন, অন্যদিকে ড্যানিয়েল ডে-লুইস এবং রেমন্ড ম্যাসি দুজনেই আব্রাহাম লিংকনের চরিত্রে অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছিলেন।
জর্জ ডব্লিউ বুশের চরিত্রে অভিনয়ের জন্য স্যাম রকওয়েল, উড্রো উইলসনের চরিত্রে অভিনয়ের জন্য আলেকজান্ডার নক্স এবং হ্যারি ট্রুম্যানের চরিত্রে অভিনয়ের জন্য জেমস হুইটমোর মনোনীত হন।
এছাড়া স্যার অ্যান্থনি হপকিন্স দুইবার মনোনীত হয়েছিলেন দুজন রাষ্ট্রপতির চরিত্রে অভিনয় করার জন্য। একবার তিনি নিক্সনের চরিত্র করেছিলেন এবং আরেকবার পর্দায় এসেছিলেন জন কুইন্সি অ্যাডামস হয়ে।
ডায়ান ওয়ারেন সত্যিই জিততে চান
গায়িকা ডায়ান ওয়ারেন ‘দ্য সিক্স ট্রিপল এইট’ সিনেমায় ‘দ্য জার্নি’ লেখার জন্য সেরা মৌলিক গানের শাখায় মনোনয়ন পেয়েছেন।
মৌলিক গানের এগিয়ে ছিল ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার ‘মি ক্যামিনো’ শিরোনামের গান।
কিছুদিন আগে এক্সে একটি চ্যাট শোয়ে যখন জিজ্ঞাসা করা হয়েছিল কোন অস্কার বিজয়ীকে দেখে ওয়রেনের ভালো লাগবে সবচেয়ে বেশি?
তার চটজলদি উত্তর ছিল, ‘নিজেকে দেখে’।
‘উইকড’কে বহু কাঠখড় পোড়াতে হবে
‘উইকড’ আলোচনায় আছে অভিনেত্রী ও গায়িকা সিনথিয়া আরিভোর জন্য।
আরিভো সম্পর্কে সমালোচকরা বলছেন, ‘বলা যায় না, আরিভো ঘটনা ঘটিয়েও ফেলতে পারেন।‘
এর অর্থ হল টেলিভিশনের কাজে সর্বোচ্চ সম্মাননা এমি, সঙ্গীতের গ্র্যামি, চলচ্চিত্রের অস্কার এবং থিয়েটার শিল্পের জন্য টনি- এই চার পুরস্কারের আদ্যাক্ষর নিয়ে হয় ইজিওটি।
আরিভোর ঝুলিতে এরিমধ্যে এমি, গ্র্যামি ও টনি জায়গা করে নিয়েছে। এখন এই অভিনেত্রী যদি অস্কার জিতেই যান, তাহলে তিনি ইজিওটি জয় করবেন, যা হবে এক বিরল ঘটনা।
তবে সেরা নির্মাতা বা সেরা অভিনেতার শাখায় নাম না থাকায় কেবল সেরা সিনেমা এবং সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জেতা ‘উইকডের’ জন্য শক্ত বলে ধরে নেওয়া হচ্ছে।
দুই অভিনেত্রী তাদের মায়ের পথে আছেন
৬০ বছর ব্রাজিলিয়ান অভিনেত্রী ফার্নান্দা তোরেসের নাম অস্কারের সেরা অভিনেত্রীর মনোনয়নে এসেছে ‘আই অ্যাম স্টিল হিয়ার’ সিনেমার জন্য। তোরেসের নামটি এবার আলোচিত। কারণ, তার মায়ের পর তিনিই দ্বিতীয় ব্রাজিলিয়ান অভিনেত্রী যিনি অস্কারের জন্য মনোনীত হয়েছেন। তোরসের মা মা ফার্নান্দা মোনটেনেগ্রো ১৯৯৯ সালে ‘সেন্ট্রাল স্টেশন’ সিনেমার জন্য প্রথম ব্রাজিলিয়ান অভিনেত্রী হিসেবে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন।
এছাড়া ‘কনক্লেভ’ সিনেমার তারকা ইসাবেলা রোসেলিনির মা, ইনগ্রিড বার্গম্যান তার ক্যারিয়ারে ছয়বার সেরা অভিনেত্রীর জন্য অস্কারে মনোনীত হয়েছিলেন। সেরা অভিনেত্রীর অস্কার পেয়েছিলেন দুইবার এবং সেরা সহ অভিনেত্রী হিসেবেও অস্কার পেয়েছিলেন।
শন বেকার জিততে পারেন ৪টি অস্কার
‘ফ্লোরিডা প্রজেক্টের’ পরিচালক শন বেকারের 'আনোরা' সিনেমাটি অস্কারে মনোনয়ন পেয়েছে সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অভিনেত্রী, পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা, সেরা মৌলিক চিত্রনাট্য ও সেরা সম্পাদনায়।
‘আনোরা’ সিনেমার জন্য নির্মাতা শন বেকার সেরা সিনেমা, সম্পাদনা, পরিচালক এবং চিত্রনাট্যের চারটি অস্কার জিততেও পারেন বলে মনে করছেন সমালোচকরা। এমন হলে তৈরি হবে ইতিহাস।
‘আনোরা’ সিনেমায় প্রেম, নারীর সামাজিক অবস্থান এবং সাংস্কৃতিক সংঘাতের এক সূক্ষ্ম চিত্র তুলে ধরেছেন বেকার। অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন, মার্ক আইডেলস্টাইন।
ফ্লোর বিড়ালটির নাম এখন ফ্লো
বন্যায় বেঁচে যাওয়া একটি বিড়ালের ওপর নির্মিত সিনেমা ফ্লো। অ্যানিমেটেড সিনেমার তালিকায় এর নাম সবার ওপরে।
পরিচালক গিন্টস জিলবালোডিস গত মাসে একটি অনুষ্ঠানে বলেছিলেন, “আমরা যখন ফ্লো নিয়ে কাজ শুরু করি, তখন বিড়ালের কোনো নাম ছিল না। আমরা ওর নাম দিয়েছিলাম ক্যাট।
"আমি অনেকের কাছ থেকে শুনেছি যে তারা মনে করে এর নাম ফ্লো। মানুষ এখন তাদের বিড়ালের নামও ফ্লো রেখেছে! তাই আমার মনে হয় আমরা বিড়ালটিকে ফ্লো বলতে পারি।"
অস্কার ২০২৫: ডেমি মুর ফিরেছেন ফেরার মত, অন্যরা আলোচিত-সমালোচিত
একমাত্র অস্কার জয়ী কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হ্যালি বেরি এখন 'ক্লান্ত'
অস্কারের মনোনয়নে নাম আসা সিনেমাগুলো দেখা যাবে যেখানে
অস্কারের মনোনয়ন, ১৩ শাখায় নাম রেখে শীর্ষে 'এমিলিয়া পেরেজ'