এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে ২০০টির বেশি দেশে ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলুতে সরাসরি দেখানো হবে জমকালো অনুষ্ঠানটি।
Published : 02 Mar 2025, 11:55 PM
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের ডলবি থিয়েটারের মঞ্চ প্রস্তুত, পাতা হয়েছে লাল গালিচা, অসংখ্য লাইট এবং ক্যামেরা তাক করে রাখা হয়েছে মঞ্চ এবং দর্শক সারির দিকে। এখন কেবল অপেক্ষা ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর শুরু হওয়ার। যে আসরে ঘোষণা করা হবে বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ট্রফি উঠছে কাদের হাতে।
সিএনএন লিখেছে, একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের এই বার্ষিক আয়োজন শুরু হবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সন্ধ্যায়। যে আসর বাংলাদেশ থেকে দেখা যাবে সোমবার ভোরে।
এবার প্রথমবারের মত অস্কার সঞ্চালনা করবেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কমেডিয়ান কোনান ও’ব্রায়েন। ৬১ বছর বয়সী ও’ব্রায়েন পাঁচবার এমিজয়ী কমেডিয়ান।
এবারও ‘দ্য অস্কারস রেড কার্পেট শো’ সঞ্চালনা করবেন আমেরিকান নৃত্যশিল্পী-গায়িকা জুলিয়ান হাফ। তার সঙ্গে প্রথমবার লালগালিচায় থাকছেন কানাডিয়ান টিভি তারকা জেসি পালমার।
এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে ২০০টির বেশি দেশে ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলুতে সরাসরি দেখানো হবে জমকালো এ অনুষ্ঠান।
যুক্তরাষ্ট্রের অভিনেত্রী র্যাচেল সেনোট ও চীনা বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের কমেডিয়ান বোয়েন ইয়াং গত ২৪ জানুয়ারি মনোননীতদের নাম ঘোষণা করেন।
অস্কারের বিতর্কিত ও অপ্রত্যাশিত বছর
এবারের অস্কারের কথা বললে শুরুতেই আসে জানুয়ারি মাসে লস অ্যাঞ্জেলেস শহরের ভয়াবহ দাবানলের কথা। আগুনের গ্রাস থেকে শহরকে বাঁচিয়ে ডলবি থিয়েটার হলকে আলোয় আলোকিত করাটাই ছিল অ্যাকাডেমি কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ।
এর আগে দেখা গেছে সিনেমা সংক্রান্ত বিভিন্ন অ্যওয়ার্ড অনুষ্ঠানের ফলাফলের ভিত্তিতে কার হাতে অস্কারের ট্রফি উঠতে পারে সে বিষয়ে একটি ধারণা হয়েই যায়। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন হয়েছে অভিনেত্রী-অভিনেতাদের বিভিন্ন বিতর্কিত এবং আলোচিত কর্মকাণ্ডে।
এ বছরই অস্কারের সবচেয়ে বিতর্কিত ও অপ্রত্যাশিত বছর বলা হচ্ছে। মনোনয়নে সেরা সিনেমা, সেরা পরিচালক ও সেরা অভিনেত্রীসহ ১৩ শাখায় মনোনয়ন পেয়ে ‘এমিলিয়া পেরেজ’ বাজিমাত করে। প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে কার্লা সোফিয়া গ্যাসকন ‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়ে ইতিহাসও গড়েন। কিন্তু অস্কারের প্রচার শুরু হওয়ার পর গ্যাসকনের বছর দুই আগের ইসলামবিরোধী পোস্ট সামনে আসায়, তিনি বিতর্কিত হয়েছেন। ওই সব পোস্টের জন্য গ্যানসক ক্ষমা চাইলেও অনেকটা একঘরে হয়ে পড়েন প্রচার কাজের সময়।
অস্কার ২০২৫: ডেমি মুর ফিরেছেন ফেরার মত, অন্যরা আলোচিত-সমালোচিত
গ্যাসকনের বিতর্কিত মন্তব্য ‘এমিলিয়া পেরেজের’ সম্ভাবনা কমিয়ে দিয়েছে বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা।
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমাও সমালোচিত হয়েছে।
‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় অড্রিয়ান ব্রডি ও ফেলিসিটি জোনস অভিনীত চরিত্ররা হাঙ্গেরিয়ান ভাষায় কথা বলেছে। তাদের উচ্চারণ বাস্তবসম্মত করতে সেখান ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তি। প্রথমে বিষয়টি গোপন রাখা হয়েছিল। ‘দ্য ব্রুটালিস্টের’ এক টেকনিশিয়ান এ তথ্য প্রকাশ্যে আনার পর শুরু হয় সমালোচনা। প্রশ্ন ওঠে নির্মাতাদের সততা ও সৃজনশীলতা নিয়েও।
পরে অস্কার কর্তৃপক্ষ নিয়ম জারি করে যে কোনো সিনেমায় যদি এআই ব্যবহার করা হয়, তাহলে সেই অবশ্যই আগে জানাতে হবে। আর এই নিয়ম কার্যকর হবে আগামী আসর থেকে।
হাঙ্গেরির গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক তরুণ স্থপতির গল্প নিয়ে তৈরি ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমা ‘গোল্ডেন গ্লোব’ জিতলেও, এআই নিয়ে সমালোচনার মুখে পিছিয়ে পড়েছে।
তালিকায় এগিয়েছে রাজনৈতিক ড্রামা ঘরানার সিনেমা ‘কনক্লেভ’। রোমান ক্যাথলিক চার্চের পোপ নির্বাচন প্রক্রিয়া ও এর ভেতরের জটিলতাকে কেন্দ্র করে নির্মিত ‘কনক্লেভ’ জনপ্রিয়তায় ‘দ্য ব্রুটালিস্ট’কে টপকে গেছে।
অস্কারের মনোনয়নে নাম আসা সিনেমাগুলো দেখা যাবে যেখানে
অস্কার ঘোষণার দ্বারপ্রান্তে এসে ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, সেরা সিনেমা হিসেবে এগিয়ে আছে বার ড্রান্সার ও বিত্তশালীর ছেলের প্রেমের গল্পের ‘আনোরা’। সাধারণ গল্পের আড়ালে এই সিনেমায় নারীর সামাজিক অবস্থান এবং সাংস্কৃতিক সংঘাতের এক সূক্ষ্ম চিত্র তুলে ধরেছেন পরিচালক শবেকার।
ভ্যারাইটির বিচারে সেরা নির্মাতার তালিকায় শন বেকার (আনোরা), ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার অভিনেতা অড্রিয়েন ব্রডি, এবং দ্য সাবস্ট্যান্স সিনেমার অভিনেত্রী ডেমি মুর পুরস্কার প্রাপ্তির সম্ভাবনায় এগিয়ে আছেন।
এছাড়া ভ্যারাইটির বিচারে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে নাম এসেছে ‘আ রিয়াল পেইন’ সিনেমার কিইরেন কালকেইন এবং ‘এমিলিয়া পেরেজের’ জোয়ি সালদানার।
আন্তর্জাতিক ফিচার ফিল্ম শাখার ‘আই এম স্টিল হিয়ার’ সিনেমা জয়ী হবে বলছে ভ্যারাইটি।
অস্কারের মঞ্চে গাইবে কারা
অস্কারের মঞ্চে এবার গাইবেন দক্ষিণ কোরিয়ার মেয়েদের ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য লিসা।
লিসাই প্রথম কোরিয়ান পপতারকা হিসেবে অস্কারমঞ্চে পারফর্ম করতে চলেছেন।
তবে তার একক পরিবেশনা নয়, ব্রিটিশ গায়িকা রেই ও আমেরিকান র্যাপার দোজা ক্যাটের সঙ্গে তার একটি পরিবেশনা থাকছে।
অস্কারের মনোনয়ন, ১৩ শাখায় নাম রেখে শীর্ষে 'এমিলিয়া পেরেজ'
একমাত্র অস্কার জয়ী কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হ্যালি বেরি এখন 'ক্লান্ত'
ফেলে আসা বছরটিতে চলচ্চিত্রের যেসব মানুষেরা পৃথিবী ছেড়েছেন তাদের প্রতি গানে গানে শ্রদ্ধা জানাবেন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী-র্যাপার কুইন লতিফা। লস অ্যাঞ্জেলেস মাস্টার কোরালের সমবেত সংগীতও থাকছে এই আয়োজনে।
ব্রিটিশ অভিনেত্রী-গায়িকা সিনথিয়া এরিভো ও আমেরিকান গায়িকা-অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে তাদের ‘উইকড’ সিনেমার গান পরিবেশন করবেন ।
এছাড়া প্রতিবারের মত এবারও অস্কারে মৌলিক গান বিভাগে মনোনীত গানগুলো পরিবেশন করবেন শিল্পী ও সুরকাররা।
পুরস্কার তুলে দেবেন কারা?
আগেরবারের অস্কারজয়ী অভিনেতা কিলিয়ান মারফি, রবার্ট ডাউনি জুনিয়র, অভিনেত্রী এমা স্টোন ও ডে’ভাইন জয় র্যান্ডলফ এবারের বিজয়ীদের পুরস্কার তুলে দেবেন।
অনুষ্ঠানের বিভিন্ন অংশে মঞ্চে হাজির হবেন আমেরিকান উপস্থাপক অপরাহ উইনফ্রে, গায়িকা সেলিনা গোমেজ, অভিনেত্রী হ্যালি বেরি, স্কারলেট জোহানসন, এল ফ্যানিং, মার্গারেট কোয়ালি, সালদানা, র্যাচেল জেগলার, গোল্ডি হন, জুন স্কুইব, হুপি গোল্ডবার্গ, অ্যামি পোয়েলার, স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপি ক্রুজ, আনা ডি আরমাস, ইসরায়েলি অভিনেত্রী গল গ্যাডটসহ আরো কয়েকজন।