নেটফ্লিক্সে এসেছে তামিল তারকা অভিনেতা থালাপাতি বিজয়ের সিনেমা ‘দ্য গোট-গ্রেটেস্ট অব অল টাইম’।
Published : 06 Oct 2024, 03:10 PM
ওটিটির পর্দায় দর্শকরা সাধারণত সিনেমা-সিরিজ দেখে অভ্যস্ত, তবে চলতি সপ্তাহে এই প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে দেখান হচ্ছে মঞ্চ নাটক 'একগুচ্ছ গল্প'।
নেটফ্লিক্সে এসেছে তামিল তারকা অভিনেতা থালাপাতি বিজয়ের সিনেমা ‘দ্য গোট-গ্রেটেস্ট অব অল টাইম’। এছাড়া বিঞ্জে চলতি মাসের শুরুতেই মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত সিনেমা 'মায়া'। নজর দেওয়া যাক এই সপ্তাহের সিরিজ ও সিনেমার তালিকায়।
মঞ্চনাটক 'একগুচ্ছ গল্প'
আগন্তুক রেপার্টরির তৃতীয় প্রযোজনা 'একগুচ্ছ গল্প'। ‘স্বজাতি’, ‘ধূসর’, ‘লুকোচুরি’, ‘সময়’, ‘পরিচয়’ ও ‘নির্ভর’, এই ছয়টি গল্প নিয়ে তৈরি হয়েছে ‘একগুচ্ছ গল্প’। নাটকটি মঞ্চে এসেছিল গত বছরের শেষের দিকে। সে সময় এই পরিবেশনাটি ভিডিও করে রাখা হয়েছিল। সেগুলো শুক্রবার থেকে দেখা যাচ্ছে আইস্ক্রিনে। এতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, আজাদ আবুল কালাম, ত্রপা মজুমদার, পান্থ শাহরিয়ার, শতাব্দী ওয়াদুদ, অপি করিমসহ আরও অনেকে।
ইমন ও সারিকা 'মায়া' ছড়াচ্ছে বিঞ্জে
'বিঞ্জ' প্ল্যাটফর্মে চলতি মাসের প্রথমদিন থেকে দেখান হচ্ছে পরিচালক রায়হান রাফীর ‘মায়া’। হাসিখুশি একটি পরিবারকে মাদক কীভাবে গ্রাস করে ধ্বংসের মুখে নিয়ে যেতে পারে, রাফী সেটি তুলে ধরেছেন এই সিনেমায়। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন সারিকা সাবরিন ও মামনুন ইমন।
বিজয়ের ‘দ্য গোট-গ্রেটেস্ট অব অল টাইম’ একমাসেই ওটিটিতে
ওটিটিতে এসেছে তামিল তারকা অভিনেতা থালাপাতি বিজয়ের সিনেমা ‘দ্য গোট-গ্রেটেস্ট অব অল টাইম’। বক্স অফিসে ৪০০ কোটি আয় করা এই সিনেমাটি এক মাসের মধ্যেই চলে এসেছে ওটিটিতে। সায়েন্সফিকশন ও অ্যাকশন ঘরানার এই সিনেমায় বিজয়কে দেখা গেছে দ্বৈত চরিত্রে। যাদের একজন ভালো মানুষ, দ্বিতীয়জন খল স্বভাবের। একজনের বয়স কম, আরেকজনের বেশি। ভেঙ্কট প্রভু পরিচালিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রভু দেবা, মোহন, জয়রাম, যোগী বাবু, মীনাক্ষী চৌধুরী, লায়লাসহ আরো অনেকে।
এআই অ্যাপের কব্জায় অনন্যা
শুক্রবার থেকে নেটফ্লিক্স দেখাচ্ছে হিন্দি সিনেমা ‘সিটিআরএল’।বলিউডের অনন্যা পাণ্ডে ও বিহান সম্রাট অভিনীত সাইবার-থ্রিলার সিনেমা এটি। বিক্রমাদিত্য মোতওয়ানি পরিচালিত এই সিনেমায় অনন্যা ও বিহান দম্পতির চরিত্রে অভিনয় করেছেন।চিত্রনাট্যে দেখা গেছে, বিহান অনন্যার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে অনন্যা তাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপের সহযোগিতা নেয়। এরপর ওই অ্যাপ যখন অনন্যাকে নিজের নিয়ন্ত্রণে নেয় তখন একের পর এক ভয়াবহ সব ঘটনা ঘটতে থাকে।