হিন্দু ধর্মের মানুষদের মানসিকতার প্রশংসা করে জাভেদ বলেন, " হিন্দুরা ভীষণ সহনশীল হয়, তাদের মনও বড় হয়।"
Published : 11 Nov 2023, 07:11 AM
বলিউডি সিনেমার তুখোড় চিত্রনাট্যকার এবং গীতিকার কবি জাভেদ আখতার মনে করেন, হিন্দু ধর্মের সবচেয়ে বড় বিষয় হল, 'মানুষের প্রতি বিশ্বাস ধরে রাখা', আর সেই আস্থা-বিশ্বাস থেকেই ভারতে গণতন্ত্র এসেছে।
সত্তরের দশকে ভারতীয় বাণিজ্যিক সিনেমায় বিপ্লব ঘটানোর অন্যতম এই কারিগর মুম্বাইয়ে দীপাবলীর এক উৎসবে হাজির হয়ে সনাতন ধর্ম নিয়ে কথা বলেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
সেখানে হিন্দু ধর্মের মানুষদের মানসিকতার প্রশংসা করে জাভেদ বলেন, “হিন্দুরা ভীষণ সহনশীল হয়, তাদের মনও বড় হয়।”
জাভেদের ভাষ্য হল, “হিন্দুদের অন্যতম বৈশিষ্ট্য হল মানুষকে বিশ্বাস করা। সেজন্যই আমরা গণতন্ত্র পেয়েছি। কিন্তু এটা ভাবাও ভুল যে, একমাত্র আমি ঠিক আর বাকিরা ভুল।”
দীপাবলীর উৎসবে হিন্দু দেবদেবী রাম সীতাকে নিয়েও কথা বলেন জাভেদ।
তিনি বলেন, “রাম-সীতা কেবল হিন্দু দেব-দেবী নন, বরং তারা ভারতীয় সংস্কৃতির অংশ। আমি যদিও নাস্তিক কিন্তু আমি তবুও রাম এবং সীতাকে ভারতের সম্পদ বলে মনে করি।”
এই বর্ষীয়ান কবি অনুষ্ঠানে আরও জানান যে তিনি গর্বিত রাম সীতার দেশে জন্মাতে পেরে। তার মতে 'মর্যাদা পুরুষোত্তম' কথাটি উচ্চারিত হলে সবার আগে রামের কথাই তার মনে আসে।
জাভেদ আখাতার সবাইকে 'জয় সিয়া রাম' ধ্বনি দিতেও বলেন।
নিজের ছেলেবেলার কথা স্মরণ করে জাভেদ আখতার বলেন, তিনি লখনউতে বড় হয়েছেন। সেখানকার ধনী ব্যক্তিরা কেবল সকালে একে অপরকে 'গুড মর্নিং' বলতেন। বাকিরা সবাই 'জয় সিয়া রাম' বলে শুভেচ্ছা জানাতেন।
জাভেদের কথায়, 'শ্রীরাম' কথাটি যেমন 'ভালোবাসা' বোঝায় তেমনই প্রকাশ করে 'একতা'।
"আপনারা সবাই আমার সঙ্গে জয় সিয়া রাম বলুন। আজ থেকে জয় সিয়া রাম বলা অভ্যাস করুন।" বলেন জাভেদ আখতার।