দর্শকরা ‘তুমবাদ’ নিয়ে যে উন্মাদনায় আছেন তাতে চলতি সপ্তাহে ‘তুমবাদ’ ১০ কোটির ব্যবসা করে ফেলতে পারে।
Published : 18 Sep 2024, 08:42 PM
বলিউডে ফেলে আসা কয়েক দশকের পুরনো ও দর্শকপ্রিয় কিছু সিনেমা নতুন করে মুক্তি দেওয়া হচ্ছে কয়েক বছর ধরে। তাতে বেশ ভালোই লাভের মুখ দেখছেন নির্মাতা প্রতিষ্ঠান এবং হল মালিকরা। এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ২০১৮ সালের সোহম শাহ অভিনীত হরর-ফ্যান্টাসি সিনেমা ‘তুমবাদ’।
নতুন করে মুক্তির পর ছয় বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছে ভৌতিক গল্পের এই সিনেমা।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, শুক্রবার মুক্তি পেয়েছে ‘তুমবাদ’, ওইদিনই দেড় কোটি রুপির ব্যবসা করেছে। ছয় বছর আগে মুক্তির প্রথম দিন এ সিনেমা ঘরে তুলেছিল মাত্র ৬৫ লাখ রুপি।
কেবল তাই নয়, এ সিনেমা একই দিনে মুক্তি পাওয়া কারিনা কাপুর খানের ‘দ্য বাকিংহাম মার্ডারস’ সিনেমাকে টেক্কা দিয়েছে। উদ্বোধনী দিনে কারিনার সিনেমা আয় করেছে সোয়া ১ কোটি রুপি।
সিনেমা বিশ্লেষকরা হিসেব কষে দেখেছেন, দর্শকরা ‘তুমবাদ’ নিয়ে যে উন্মাদনায় আছেন, তাতে চলতি সপ্তাহে ‘তুমবাদ’ ১০ কোটির ব্যবসা করে ফেলতে পারে।
এদিকে দর্শকদের একটি চমক দিয়েছেন এ সিনেমার অভিনেতা সোহম শাহ।
এক্সে তিনি বলেছেন, তুমবাদের দ্বিতীয় পর্ব আসতে চলেছে আগামীতে।
সোহম বলেন, “আমি হতে চেয়েছিলাম শাহরুখ খান। কিন্তু প্রথমবার যখন ‘তুমবাদ’ ফ্লপ হয়, আমার মন ভেঙে যায়। যদিও সিনেমাটির পেছনে আমার কঠোর পরিশ্রম গেছে। হয়ত ভাগ্য আমার সহায় ছিল না। এখন ‘তুমবাদ’ যোগ্য সম্মান পাচ্ছে। আমাকে অনেকে বলছেন, দর্শকদের এই ভালোবাসা আমার প্রাপ্য।”
২০১৮ সালে বছর শেষে বক্স অফিস এ সিনেমাটি ফ্লপের তালিকায় রেখেছিল। রাহি অনিল ভার্বে পরিচালিত ‘তুমবাদ’ সব মিলিয়ে আয় করেছিল ১২ কোটি রুপির মত।
তবে চিত্রসমালোচকদের প্রশংসা ছিল ‘তুমবাদ’ ঘিরে। সিনেমাটি দুই শাখায় পেয়েছিল ভারতের দুটি জাতীয় পুরস্কারও।
‘তুমবাদ’ বর্তমানে চলছে ওটিটি প্ল্যাটফর্মেও।
গত কয়েক বছরে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘হাম আপকে হ্যায় কৌন’. অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ম্যায় খিলাড়ি তু আনারি’, ‘বাজিগর’, ‘মিউজিক্যাল রকস্টার’, ‘বন্ধু ফিল্ম জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘যব উই মেট’ এবং ‘লায়লা মজুন’র মত সিনেমা দ্বিতীয়বার মুক্তি দেওয়া হয়েছে। দর্শকদের দারুণভাবে হলমুখী করেছে সিনেমাগুলো।
হিন্দি সিনেমার বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, নতুন সিনেমা মুক্তির জন্য চলতি বছরটি বলিউডে তেমন ভালো যাচ্ছে না। বরং পুরনো সিনেমা নতুন করে মুক্তির এই চল নতুন ভালো সিনেমার অভাব পূরণ করছে।