বৃদ্ধাশ্রমের গল্পে ‘দায়মুক্তি’ মুক্তি পাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি
Published : 30 Jan 2025, 05:27 PM
বৃদ্ধাশ্রমের মানুষেরা কেমন থাকেন, কেন কিছু মানুষকে জীবন সায়াহ্নে এসে সংসার
ছেড়ে সেখানে যেতে হয় তা পর্দায় ধরতে চেয়েছিলেন পরিচালক বদিউল আলম খোকন।
সেই ইচ্ছা নিয়ে সাত বছর আগে ক্যামেরা ধরেছিলেন এই নির্মাতা, কিন্তু সিনেমাটি আলোর মুখ দেখেনি এতদিন; অবশেষে সেই সিনেমাটি আসছে দেশের প্রেক্ষাগৃহে।
আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে খোকনের ‘দায়মুক্তি’।
পরিচালক খোকন গ্লিটজকে জানিয়েছে, ২০২২ সালের শেষের দিকে সিনেমাটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।
“সিনেমা মুক্তি দিতে আমাদের সব প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে।“
এছাড়া এই সিনেমা দিয়ে চলচ্চিত্রে প্রথমবার জুটি বেঁধে কাজ করেছেন দুই বর্ষীয়ান অভিনয় শিল্পী আবুল হায়াত ও দিলারা জামান।
চিত্রনাট্য নিয়ে পরিচালক খোকনের ভাষ্য, "এটি শিক্ষণীয় একটি সিনেমা, মা-বাবাকে যে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে দেই সেটার প্রতিবাদস্বরূপ এই সিনেমাটি।
"বাবা-মার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, এবং সন্তান হিসাবে তাদের প্রতি আমাদের দায়িত্বটা কি সেটি তুলে ধরার চেষ্টা করেছি। সামাজিক গল্পের সিনেমাটি আশা করছি, সবার ভালো লাগবে।"
আবুল হায়াত ও দিলারা জামানকে দেশের দর্শকরা দশকের পর দশক ধরে বহু নাটকে পেলেও, সিনেমাতে দুজনে একসাথে এই প্রথম।
আবুল হায়াত বলেন, "আমি আর দিলারা ভাবী অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি। প্রযোজক এবং পরিচালকের আগ্রহেই মূলত এই কাজ করা। গল্পটা ভালো লেগেছে। আশা করছি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।"
সিনেমায় আরও জুটি বেঁধেছেন সাইমন সাদিক ও সুস্মি রহমান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রতসহ অনেকে।
সাইমন বলেন, "দীর্ঘদিন পর সিনেমাটি মুক্তি পাচ্ছে জেনে ভালো লাগছে। অনেক ভালোবাসা নিয়ে এই সিনেমায় কাজ করেছি। আশা করছেন সিনেমাটি ভালো দর্শক পাবে।"
সিনেমাটি ২০১৭ সালে সরকারি অনুদান পেয়েছিল। এরপর ২০১৮ সাল থেকে দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা হয়।