দুই সপ্তাহে ‘ঢাকা অ্যাটাক’-এর আয় সাড়ে ছয় কোটি

দেশব্যাপী সফলতার সাথে চলছে দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’। মুক্তির তৃতীয়  সপ্তাহে ছবিটি চলছে প্রায় অর্ধশত সিনেমা হলে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2017, 12:56 PM
Updated : 20 Oct 2017, 01:49 PM

আরেফিন শুভ-মাহী অভিনীত ‘ঢাকা অ্যাটাক’-এর হল সংখ্যা কমে এসেছে। নতুন পুরাতন মিলিয়ে সারাদেশে পঞ্চাশটি হলে চলছে এটি। দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে চলচ্চিত্রটির আয় সাড়ে ছয় কোটিতে পৌঁছেছে বলে গ্লিটজকে জানিয়েছেন ছবিটির পরিবেশক জাহিদ হোসেন অভি।

শুক্রবার সন্ধ্যায় তিনি গ্লিটজকে বলেন, ‘‘আজ শুক্রবার নতুন ১৫ টি হলে ছবিটি মুক্তি পেলো। দেশের প্রায় সবগুলো হলেই প্রায় প্রতিটি শো হাউজফুল যাচ্ছে। তবে আজ লাগামহীন বৃষ্টির কারণে কিছুটা মন্দা গেছে। বর্তমানে আয় সাড়ে ছয় কোটি টাকা। ’’

এরই মধ্যে ব্যবসায়িক সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে চলচ্চিত্রটি। অভির দাবী, নেট আয়ের পঞ্চাশ শতাংশ পাবেন চলচ্চিত্রটির প্রযোজক। সে হিসেবে আরো একসপ্তাহ চলচ্চিত্রটি হলে চলতে হবে।

গত ৬ অক্টোবর ১২৫ হলে ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পায়। মুক্তির পরপরই ছবিটি সব মহলের ব্যাপক প্রশংসা কুড়ায়। দ্বিতীয় সপ্তাহে ছবিটির হল বেড়ে, এখন চলছে ১২৭ টি হলে।

চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। শুভ-মাহী ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করেছেন আলমগীর, আফজাল হোসেন, এবিএম সুমন, হাসান ইমাম, লায়লা হাসান, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, শিপন মিত্র প্রমুখ।

পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড-এর নিবেদনে ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান থ্রি হুইলারস লিমিটেড। স্প্ল্যাশ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। এর কনটেইন্ট পার্টনার টাইগার মিডিয়া।