সিনেমার শুটিং সৃজিত শুরু করেছেন চলতি মাস থেকেই আর শনিবার থেকে কাজে নামছেন চঞ্চল।
Published : 20 Jan 2023, 12:37 PM
‘বায়োপিকে’ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নির্মাতা মৃণাল সেন হতে দেশ ছেড়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
মৃণালকে নিয়ে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির বায়োপিক ‘পদাতিক’ এর শুটিংয়ে অংশ নিতে বৃহস্পতিবার কলকাতায় পৌঁছেছেন চঞ্চল।
আগের ঘোষণা অনুযায়ী সিনেমার শুটিং চলতি মাস থেকেই শুরু করেছেন পরিচালক। আর চঞ্চলের কাজ শুরু হচ্ছে শনিবার থেকে।
ফেইসবুকে এক পোস্টে চঞ্চল বৃহস্পতিবার জানিয়েছেন, চরিত্রটির জন্য দীর্ঘ প্রস্তুতি শেষ করেছেন তিনি, অবশেষে কাজ শুরু হতে যাচ্ছে তার।
মৃণাল চরিত্রে যেমন দেখতে চঞ্চল
মৃণাল সেন হয়ে আসছেন চঞ্চল চৌধুরী
মৃণাল সেনের স্ত্রীর চরিত্র পেয়ে ‘দারুণ রোমঞ্চিত’ মনামী
এ বছর মৃণাল সেনের জন্মশতবার্ষিকী। ২০২২ সালের শেষ নাগাদ জানা গিয়েছিল, তাকে (মৃণাল) শ্রদ্ধা জানাতেই প্রয়াত পরিচালকের জীবন, কর্ম ও সময়ের গল্প নিয়ে সৃজিত মুখার্জি তৈরি করছেন পদাতিক। আর মৃণাল হিসেবে তিনি বেছে নিয়েছেন চঞ্চলকে।
কেন চঞ্চল? এর উত্তরে সৃজিত বলেন, “প্রথমত দু’জনের মুখের মিল আছে। সেটা কাকতালীয়। কিন্তু মৃণাল সেনের মতই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারালো এবং সজাগ। তা ছাড়াও তার রাজনীতি চেতনা, যাপন এবং দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল পাওয়া যায়। সেটা কাকতালীয় হতে পারে। কিন্তু মিলটা আছে।’’
বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষকে।
এরইমধ্যে সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হলে নতুন চমক তৈরি হয় চঞ্চলকে ঘিরে।
এ বিষয়ে চঞ্চল ফেইসবুকে তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “কয়েকদিন আগে ‘মৃনাল সেন’ এর ফার্স্টলুক প্রকাশ পাবার পরও আমার শুভাকাংখীদের উচ্ছাস দেখে আপ্লুত হয়েছি।”
পদাতিকে চঞ্চলের মৃণাল হওয়ার কথা জেনে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন শুভেচ্ছা জানিয়েছিলেন। চঞ্চল বিষয়টি তুলে ধরে অমিতাভের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।
তার ভাষ্য, অমিতাভের শুভেচ্ছা বার্তা তার জন্য অনেক ‘বড় প্রেরণা ও আশীর্বাদ’।
তিনি বলেন, “আমার শুভানুধ্যায়ীরা অনেকেই অমিতাভ জী’র সেই পোস্টটি শেয়ার করে আনন্দ আশীর্বাদের অংশীদারও হয়েছেন।”
অনেক ‘গুরু’ দায়িত্ব কাঁধে নিয়ে কাজটি শুরু করছেন বর্ণনা করে চঞ্চল আরও বলেন, “সফল হলে আমার সকল শুভাকাংখী অনেক খুশী হবেন আমার বিশ্বাস।”
সিনেমাটি প্রযোজনা করছেন ফিরদৌসুল হাসান। সৃজিত এর আগে এ বায়োপিক ওয়েব সিরিজ আকারে আনতে চেয়েছিলেন। পরে সিদ্ধান্ত বদলে সিনেমা করতে চাইছেন।