আইস্ক্রিনে চলছে 'দরদ' সিনেমা।
Published : 19 Jan 2025, 04:19 PM
ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা 'দরদ'।
বৃহস্পতিবার আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ‘দরদ’। বিজ্ঞপ্তিতে আইস্ক্রিন জানিয়েছে, মাত্র ৩৩ টাকা খরচ করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমার কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। প্রযোজনা করেছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন।
গত বছরের ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দরদ’। সিনেমাটি যৌথ প্রযোজনার হলেও এখনো ভারতে মুক্তি পায়নি; এর আগেই এসেছে ওটিটিতে।
বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের গল্পের সিনেমা ‘দরদ’।
চিত্রনাট্যে দেখা গেছে, একের পর এক একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকেন বারানসিতে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক আটোরিকশা চালকের উপরে। সেই দুলু মিয়া হয়েছেন শাকিব খান। সিনেমায় প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার দেখানো হয়েছে।
‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান।
১৪৯ মিনিট দৈর্ঘের এই সিনেমায় চারটি গান রয়েছে।
শুটিং হয়েছে ভারতের বারানসি ও এলাহাবাদে। শাকিব ও সোনাল ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে।
আরও পড়ুন:
শাকিবের 'দরদ' দেখা যাবে ঘরে বসে
শাকিবের 'দরদ' পৌঁছুল মালয়েশিয়ায়
৮৩ প্রেক্ষাগৃহে 'দরদ', আশাবাদী হল মালিকরা
শাকিবের 'দরদ' পেয়েছে মুক্তির অনুমতি
আন্দোলনের সময় শাকিব যে কারণে দেশের বাইরে ছিলেন
'বউ পাগল' দুলু মিয়ার দেখা মিলবে নভেম্বরে