আটটি হাঁড়িতে সাপ নিয়ে আসেন সাপুড়ে সোহেল। ফসফস আওয়াজ করে গোখরা সাপগুলো ফণা তুলে হেলে দুলে খেলতে থাকে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বর্ষবরণ উপলক্ষ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাপান খেলায় এমন দৃশ্য দেখা গেছে।