চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাচ্ছে ‘পিনিক’।
Published : 20 Jan 2025, 10:17 PM
গেল বছরের শেষ নাগাদ ‘পিনিক’ নামের যে সিনেমার শুটিং শুরু হয়েছিল, দুমাস বাদে ওই চলচ্চিত্রের নায়িকা শবনম বুবলীর লুক এসে গেছে প্রকাশ্যে।
বুবলীর ফার্স্ট লুক পোস্টারে দেখা গেছে, নায়িকার মুখ থেকে গলা পর্যন্ত খাঁচায় ঢাকা এবং চোখে রোদচশমা। বুবলীর ছবির পাশে লেখা আছে, "ভক্ষকের অন্তরে লুকানো ভক্ষণের রস, শক্তির গভীরে আবিষ্কৃত মধুর স্বাদ।"
চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাচ্ছে আদর আজাদ ও শবনম বুবলী জুটির তৃতীয় সিনেমা ‘পিনিক’। শনিবার প্রকাশ্যে এসেছে এই সিনেমায় বুবলীর লুক।
এর আগে, গত বছর আদর আজাদের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ হয়েছিল। যেখানে বিশাল অস্ত্র ভাণ্ডারের ভেতরে বসে থাকতে দেখা গেছে এই অভিনেতাকে।
সিনেমার নির্মাতা জাহিদ জুয়েল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, 'পিনিকের’ গল্পে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স সবই রেখেছেন তিনি। অল্প কথায় পিনিককে মিস্ট্রি এবং মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার সিনেমা বলছেন তিনি।
জুয়েল বলেন, "প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্পের এই সিনেমার প্রায় সবগুলো চরিত্রই নেতিবাচক। চিত্রনাট্য দর্শকদের একটা ঘোরের জগতে নিয়ে যাবে।"
নিজের চরিত্র নিয়ে বুবলী বলেন, "অনেকদিন ধরেই চাচ্ছিলাম এমন চরিত্রে অভিনয় করতে যা দেখে দর্শক চমকে উঠবে। পিনিকে আমার চরিত্র ঠিক এমনই।"
গত বছরের নভেম্বরে কক্সবাজার সদর এবং রামুতে শুটিং ‘পিনিকের’ দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছিল ।
বুবলী ও আজাদ ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী, নবাগত নায়িকা কেয়া আল জান্নাহসহ অনেকে।
সিনেমাটি প্রযোজনা করেছে ইউরো বাংলা। পরিবেশন করছে এআর মুভি নেটওয়ার্ক। সহপ্রযোজনার দায়িত্বে আছে অথবা এন্টারটেইনমেন্ট।
এর আগে ‘তালাশ’ ও ‘লোকাল’ নামে দুটি সিনেমায় দেখা গেছে আদর ও বুবলীকে।