“রাজশাহী হাইটেক পার্কে ৫ অগাস্ট সারারাত লুটপাট হয়েছে, সিনেপ্লেক্স ভেঙে চুরমার, শুনেছি সিরাজগঞ্জের রুটস সিনেপ্লেক্স ও লুটপাট করা হয়েছে।“
Published : 09 Aug 2024, 12:23 AM
সরকার পতনের পর ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ভাংচুর করা হয়েছে দেশের রাজশাহী ও সিরাজগঞ্জের স্টার ও রুটস সিনেপ্লেক্স।
প্রেক্ষাগৃহ ভাংচুরের এই খবর দিয়ে চলচ্চিত্র বাঁচাতে সিনেপ্লেক্স রক্ষা করার আহ্বান জানিয়েছেন পরিচালন অনন্য মামুন।
তিনি বলেন, “আমার দেশের চলচ্চিত্র যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে, ঠিক তখনি এত বড় আঘাত। আজ সিনেপ্লেক্স আছে বলে চলচ্চিত্র দেখার জন্য নতুন দর্শক আসতে শুরু করেছে। আমরা বড় বাজেটের চলচ্চিত্র বানানোর স্বপ্ন দেখি।
“ রাজশাহী হাইটেক পার্কে ৫ অগাস্ট সারারাত লুটপাট হয়েছে, সিনেপ্লেক্স ভেঙে চুরমার! ওয়াশরুমের কমোড , পানির ট্যাপটাকেও ছাড়েনি। শুনেছি সিরাজগঞ্জের রুটস সিনেপ্লেক্সও লুটপাট করা হয়েছে।“
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে মামুনের আগামী সিনেমা ‘দরদ’ মুক্তির কথা রয়েছে সেপ্টেম্বরে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ‘দরদ’ সিনেমার গল্প সাইকো থ্রিলার ধাঁচের। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের সোনাল চৌহান।
সিনেমার শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে। শাকিব ও চৌহান ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ আরো অনেকে।
বাংলা ভাষার পাশাপাশি ‘দরদ’ মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায়।
মামুন যখন ‘দরদ’ মুক্তির কাজ প্রায় গুছিয়ে এনেছেন, তখনই সরকার পতনকে ঘিরে দেশের পরিস্থিতি হয়ে উঠেছে অস্থিতিশীল।
আরও পড়ুন: