এ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের সোনাল চৌহান।
Published : 08 Jul 2024, 01:46 PM
শাকিব খানের ‘তুফান’ নিয়ে দারুণ আলোচনার মধ্যেই তার আগামী সিনেমা ‘দরদ’ মুক্তির খবর এসেছে।
পরিচালক অনন্য মামুন ফেইসবুকে লিখেছেন, আগামী সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে ‘দরদ’। জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে সিনেমা নিয়ে পুরোদমে প্রচারে নামবেন বলে জানিয়েছেন তিনি।
মামুন ফেইসবুকে একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে শাকিবের সঙ্গে আছেন সিনেমার একজন প্রযোজক সরদার সানিয়াত হোসেন ও পরিচালক নিজে।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ‘দরদ’ সিনেমার গল্প সাইকো থ্রিলার ধাঁচের। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের সোনাল চৌহান।
সিনেমার শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে। শাকিব ও চৌহান ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ আরো অনেকে।
কোরবানির ঈদে ‘দরদ’ সিনেমার টিজার প্রকাশ পায়। সেখানে শাকিবের দেখা মেলে দুই রূপে। দেড় মিনিটের ওই টিজারে শাকিব কখনো একজন নিরিবিলি স্বভাবের তরুণ। কখনো আবার খুনে রূপে হাজির হয়েছেন।
বাংলা ভাষার পাশাপাশি ‘দরদ’ মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায়।
‘দরদ’ মুক্তি পেলে গত বছরের কোরবানির ঈদের পর থেকে শাকিবের চারটি সিনেমা মুক্তি পাবে।
গত বছরের কোরবানির ঈদে মুক্তি পায় শাকিবের ‘প্রিয়তমা’; যেখানে নায়িকা হয়েছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। দেশ-বিদেশ সব জায়গাতেই ভালো ব্যবসা করেছিল ‘প্রিয়তমা’।
চলতি বছরে ঢাকাই সিনেমার সুপারস্টারের ‘রাজকুমার’ মুক্তি পায় রোজার ঈদে। এ সিনেমায় শাকিবের নায়িকা কোর্টনি কফি এসেছিলেন যুক্তরাষ্ট্র থেকে। তবে এ সিনেমা তেমন ব্যবসা করতে পারেনি জানিয়েছিলেন হল মালিকরা।
সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘তুফান’ সিনেমা সুপার হিট হয়েছে। রাফহান রাফীর পরিচালনায় এই সিনেমায় শাকিবের দুই নায়িকার একজন কলকাতার মিমি চক্রবর্তী এবং আরেকজন ঢাকার মাসুমা রহমান নাবিলা। তবে এ সিনেমার অন্যতম চমক হল চঞ্চল চৌধুরীর অভিনয়।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার এ সিনেমা দেশের পর মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং ভারতের পশ্চিমবঙ্গে। ‘তুফান’ হিন্দিতেও মুক্তি পাবে আগামীতে।
পুরনো খবর: