মার্চের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে ‘আমলনামা’।
Published : 28 Feb 2025, 10:19 PM
একটি সত্য ঘটনাকে আশ্রয় করে নির্মাতা রায়হান রাফীর নির্মাণে নতুন ওয়েব ফিল্ম 'আমলনামা' আসছে।
সেখানে জুটি বেঁধেছেন অভিনেতা জাহিদ হাসান ও তমা মির্জা। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে এই সিনেমাটি।
সিনেমার দুইটি পোস্টার প্রকাশ করেছেন রাফী। একটি পোস্টারে দেখা গেছে গীতিকার কামরুজ্জামান কামু ও অভিনেত্রী তমা মির্জাকে। কামুর ছবিতে লাল রঙে চিহ্নিত করে লেখা রয়েছে 'টার্গেট'। সাথে একটি পিস্তল ও চারটি বুলেট।
দ্বিতীয় পোস্টারে দেখা গেছে একটি ভাঙা ছবির ফ্রেম, যেখানে গুলি ও রক্তের দাগে একজনের মুখ স্পষ্ট নয়। আরও রয়েছেন অভিনেতা জাহিদ হাসান ও তমা মির্জা, তাদের সঙ্গে দুই বাচ্চা মেয়ে।
পোস্টারটি ফেইসবুকে শেয়ার করে চরকি লিখেছে, 'যেই অবিচার আমরা চোখ বুঝে সহ্য করে এসেছি'
তবে গল্পে আভাস বা গতিপ্রকৃতি নিয়ে এখন কিছু বলতে চান না তিনি। টিজার এবং ট্রেইলারে দর্শক সেই ঘটনা ধরতে পারবেন বলেও জানিয়েছেন রাফী।
রাফী গ্লিটজকে বলেন, "আমলনামা সত্য ঘটনা থেকেই তৈরি করা, তবে কোন সত্য ঘটনা নিয়ে সেই গল্পটা এখনই বলা যাবে না। আমি যে ধরনের সিনেমা বানাই এটাও তার ব্যতিক্রম নয়। দর্শক টিজার ট্রেইলার দেখলেই বুঝে যাবেন।"
অভিনেতা জাহিদ হাসানকে নিয়ে এই নির্মাতা বলেন, "জাহিদ ভাইকে নিয়ে এটা আমার প্রথম কাজ, উনার সঙ্গে কাজটি করে অনেক ভালো লেগেছে। অনেক দিন পর উনার ওটিটি কনটেন্ট আসছে। এটা আমার জন্য বড় ব্যাপার। দর্শকেরও ভালো লাগবে।"
সিনেমাটির মুক্তির দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে মার্চের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন রাফী।
সিনেমায় জাহিদ ও তমা ছাড়াও আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, কামরুজ্জামান কামু, সারিকা সাবরিন, এ কে আজাদ সেতু, হাসনাত রিপনসহ কয়েকজন।
গত বছরের অক্টোবরে ঢাকা ও ঢাকার বাইরে কয়েকটি জায়গায়য় সিনেমাটির শুটিং হয়েছে।