নিহত দুই পরিবারের জন্য ১০ লাখ রুপি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন রামচরণ।
Published : 08 Jan 2025, 12:11 PM
আল্লু অর্জুনের পর ভারতের দক্ষিণের আরেক তারকাভিনেতা রাম চরণও ভক্তের মৃত্যুকে কেন্দ্র করে পড়েছেন ‘বেকায়দায়’।
পিংকভিলা লিখেছে রাম চরণের ‘গেইম চেঞ্জার’ সিনেমায় প্রচার অনুষ্ঠানে কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মারা গেছেন আরভ মণিকান্ত ও থোকাড়া চরণ নামের দুই তরুণ।
এরপর নিহত দুই পরিবারের জন্য ১০ লাখ রুপি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন রাম চরণ।
রাম চরণের ‘গেইম চেঞ্জার’ মুক্তি পাচ্ছে শুক্রবার। এই সিনেমায় রাম চরণের নায়িকা হয়েছেন বলিউডের অভিনেত্রী কিয়ারা আদভানি। এর মধ্যে সোমবার রাতে অন্ধ্রপ্রদেশের রাজামহেন্দ্রভরম শহরে সিনেমার প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে যোগ দিয়েছিলেন মণিকান্ত ও চরণ।
অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তাদের মোটরসাইকেলে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুইজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণও।
এই ঘটনার পর এক বিবৃতিতে ওই দুই পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়ে রামচরণ বলেন, “আমি গভীরভাবে শোকাহত।এই দুর্ঘটনা আমার হৃদয় ভেঙে দিয়েছে। শোকতুর দুই পরিবারের প্রতি আমার সমেবদনা রইল। সাধ্যের মধ্যে সর্বোচ্চ সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকব।"
দুর্ঘটনার এই খবর সংবাদমাধ্যমে প্রকাশ হলে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন রাম চরণ। ওই দুই তরুণের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলেও কেউ কেউ বলছেন, সিনেমা প্রচার অনুষ্ঠানের কর্মীদের নিরাপত্তার দায়িত্ব প্রযোজনা টিমের। তাই এই দুর্ঘটনা সড়কে হলেও এর দায় সম্পূর্ণ এড়াতে পারেন না।
দুই তরুণের মৃত্যু ঘিরে নতুন করে সামনে এসেছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে গিয়ে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যু ও তার ছেলের আহত হওয়ার ঘটনাটি। যে মৃত্যুর ঘটনায় করা মামলায় গত ১৩ ডিসেম্বর আল্লুকে গ্রেপ্তার করা হয়। সেদিন তেলঙ্গানা হাই কোর্ট নায়ককে অন্তর্বর্তী জামিন দিলেও রাতটা সংশোধনাগারে থাকতে হয়েছিল পর্দার পুষ্পাকে। এর পর পুলিশি জেরার মুখেও পড়তে হয়েছে দক্ষিণের এই নায়ককে।
প্রেক্ষাগৃহে যাওয়ার পরিকল্পনা কার ছিল? থানায় অর্জুনকে জেরা
সিনেমার দৃশ্যে পুলিশকে 'অপমান', 'পুষ্পা'র ডাক পড়ল থানায়
আল্লু অর্জুনের বাসায় ভাংচুর, গ্রেপ্তার ৮
দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার
'পুষ্পা ২' দেখতে গিয়ে নারীর মৃত্যু, ২৫ লাখ রুপি দিচ্ছেন অর্জুন
'পুষ্পা ২' সিনেমার প্রদর্শনী চলাকালে প্রেক্ষাগৃহে ফের মৃত্যু!