রেবতীর মৃত্যুর কথা অর্জুন কখন জানতে পেরেছিলেন বলেও জিজ্ঞেস করেছে পুলিশ।
Published : 25 Dec 2024, 02:40 PM
হায়দরাবাদের চিক্কদপল্লি থানায় টানা চার ঘণ্টা পুলিশের জেরার মুখোমুখি হতে হয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার নায়ক আল্লু অর্জুনকে।
ওই জেরায় পুলিশের মূল প্রশ্ন ছিল, গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারের দিন সন্ধ্যা থিয়েটারে অর্জুন কার পরিকল্পনায় কোনো আগাম খবর না দিয়ে সেখানে হাজির হয়েছিলেন?
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, সিনেমার একটি দৃশ্য নিয়ে ভারতের এক কংগ্রেস নেতার অভিযোগের ভিত্তিতে অর্জুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব করা হলেও, ওই সময় প্রেক্ষাগৃহে পদদলিত হয়ে রেবতী নামের নারীর মৃত্যুর ঘটনা নিয়ে নায়ককে প্রশ্ন করেছেন পুলিশ কর্মকর্তারা।
অর্জুন হাজিরা দিয়েছে হায়দরাবাদের চিক্কদপল্লি থানায়। নায়ককে জেরা করার পর অর্জুনের নিরাপত্তাকর্মী অ্যান্থনিকে গ্রেপ্তার করা হয়।
অ্যান্থনির বিরুদ্ধে অভিযোগ হল, তিনি ঘটনার সময় অন্য দেহরক্ষীদের জড়ো করেছিলেন। এছাড়া ওই সময় প্রেক্ষাগৃহে বাইরেও অভিনেতার বেশ কিছু অনুরাগীকে অ্যান্থনি ‘ধাক্কা দিয়েছিলেন’।
জিজ্ঞাসাবাদে অর্জুনকে একাধিক প্রশ্ন করা হয়েছে বলে লিখেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
অর্জুনের কাছে জানতে চাওয়া হয় সন্ধ্যা থিয়েটারে তার যাওয়ার পরিকল্পনা মূলত কার ছিল? এছাড়া রেবতীর মৃত্যুর কথা তিনি কখন জানতে পেরেছিলেন বলেও জিজ্ঞেস করেছে পুলিশ।
‘পুষ্পা ২’র প্রিমিয়ারের ৩২ বছর বয়সী রেবতীর মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় চলছে।
আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লীর সন্ধ্যা থিয়েটারে ওই রাতে রেবতী অর্জুনের সিনেমা দেখতে গিয়েছিলেন তার স্বামী ভাস্কর ও ৯ বছরের ছেলে শ্রীতেজকে সঙ্গে নিয়ে।
ওই রাতে সাড়ে ১০টার দিকে সিনেমার নায়ক আল্লু অর্জুন হঠাৎ করে সন্ধ্যা থিয়েটারে হাজির হন, তার অনুরাগীদের দেখা দিতে। সঙ্গে ছিল নায়কের নিরাপত্তা টিমও।
ওই সময় অর্জুনকে সামনাসামনি এক নজর দেখতে দর্শকদের মধ্যে হুড়োগুড়ি পড়ে যায়, বাইরে থেকেও নায়কের সঙ্গে দর্শকরা ভেতরে ঢুকতে চেষ্টা করে। তখন ওই ভিড়ে পদদলিত হয়ে মারা যান রেবতী।
আর ভিড়ের মধ্যে দমবন্ধ হয়ে চেতনা হারিয়েছিল শ্রীতেজ। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন শীতেজের শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।
এই ঘটনায় রেবতীর পরিবার অর্জুনের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। পাশাপাশি তার নিরাপত্তা দল এবং থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা করেছে পুলিশ।
নিহতের পরিবারের অভিযোগ, অর্জুন কোনো আগাম খবর না দিয়ে সন্ধ্যা থিয়েটারে প্রবেশ করেন। এছাড়া ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষও নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থাও নেয়নি।
পুলিশও প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বলেছে, অর্জুনের মত বড় তারকার নিরাপত্তা বা ভিড় নিয়ন্ত্রণের জন্য কোনো বিশেষ ব্যবস্থা রাখেনি।
এর মধ্যে সিনেমার একটি দৃশ্য নিয়ে ভারতের এক কংগ্রেস নেতা অর্জুন, পরিচালক সুকুমার এবং প্রযোজকের বিরুদ্ধে থানায় অভিযোগও করেছেন।
থেনমার মাল্লানা নামের ওই কংগ্রেস নেতার অভিযোগে বলা বলেছে, সিনেমার একটি দৃশ্যে দেখান হয়েছে পুলিশের এক কর্মকর্তাকে সুইমিং পুলে ফেল দেন অর্জুন। তারপর মদ্যপ অবস্থায় সেই সুইমিং পুলেই নায়ক মূত্রত্যাগ করে।
এই দৃশ্যের মাধ্যমে অর্জুন পুলিশ বাহিনীকে অপমান করেছেন বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা মাল্লানা। এরপর অভিনেতার হায়দরাবাদের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসে পুলিশের একটি দল। ওই নোটিস পেয়েই থানায় গিয়েছিলেন অর্জুন।
পুলিশের নোটিস পাওয়ার একদিন আগে অর্জুনের জুবিলি হাউসের বাড়ির সামনে জড়ো হয়ে একদল মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। এক পর্যায়ে পাথর ছুড়ে এবং বাড়ির ভেতরে ঢুকে ফুলের টবও ভাঙচুর করেছে একদল দুষ্কৃতকারী।
সিনেমার প্রিমিয়ার প্রদর্শনের দিন গত ৪ ডিসেম্বর শহরের সন্ধ্যা থিয়েটারে পদদলিত হয়ে রেবতী নামের এক নারীর মৃত্যুর বিচার চেয়ে অর্জুনের বাড়িতে এই হামলা চালানো হয়েছে বলে লিখেছে ভারতীয় সংবাদমাধ্যম।
হায়দরাবাদ পুলিশ এরিমধ্যে অর্জুনের বাসায় হামলাকারীদের শনাক্ত করে ৮ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়েছে। তাদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।
রেবতীর মৃত্যুকে ঘিরে তার পরিবারের করা মামলায় গত ১৩ ডিসেম্বর আল্লুকে গ্রেপ্তার করা হয়। সেদিনই তেলঙ্গানা হাই কোর্ট নায়ককে অন্তর্বর্তী জামিন দিলেও রাতটা সংশোধনাগারে থাকতে হয়েছিল পর্দার পুষ্পাকে।
আরও পড়ুন:
সিনেমার দৃশ্যে পুলিশকে 'অপমান', 'পুষ্পা'র ডাক পড়ল থানায়
আল্লু অর্জুনের বাসায় ভাংচুর, গ্রেপ্তার ৮
দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার
'পুষ্পা ২' দেখতে গিয়ে নারীর মৃত্যু, ২৫ লাখ রুপি দিচ্ছেন অর্জুন
'পুষ্পা ২' সিনেমার প্রদর্শনী চলাকালে প্রেক্ষাগৃহে ফের মৃত্যু!