মধন্নাপ্পার মদ্যপানের অভ্যাস ছিল বলে পুলিশ জানিয়েছে।
Published : 12 Dec 2024, 11:58 AM
দক্ষিণী সিনেমার নায়ক আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রদর্শনী চলাকালে আবারও এক জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
সিনেমাটি মুক্তির পর ভারতের বক্স অফিসে দাপট দেখালেও প্রেক্ষাগৃহের মধ্যে দুই জনের মৃত্যুর ঘটনা আলোচনা তৈরি করেছে।
হিন্দুস্থান টাইমস লিখেছে, সোমবার অন্ধ্র প্রদেশের রায়াদুর্গমের একটি প্রেক্ষাগৃহে ৩৫ বছর বয়সী হরিজনা মধন্নাপ্পার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
অন্ধ্র প্রদেশের পুলিশ কর্মকর্তা রবি বাবু জানিয়েছেন, মধন্নাপ্পা সোমবার আড়াইটার শো দেখতে থিয়েটারে যান।
“তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং থিয়েটারে বসে আরো মদ্যপান করেন। সন্ধ্যা ৬টার দিকে থিয়েটারের পরিচ্ছন্নতা কর্মীরা মধনাপ্পাকে ‘মৃত অবস্থায়’ দেখতে পান।“
চার সন্তানের বাবা মধন্নাপ্পার মদ্যপানের অভ্যাস ছিল বলে পুলিশ জানিয়েছে।
রবি বাবু বলেন, “মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। “
এর আগে গত ৪ ডিসেম্বর হায়দ্রাবাদে এই সিনেমার প্রিমিয়ার শো দেখতে গিয়ে পদদলিত হয়ে মারা যান ৩২ বছরের রেবতী। তিনি ওই থিয়েটারে গিয়েছিলেন তার ৯ বছরের ছেলে শ্রীতেজকে সঙ্গে নিয়ে। তার ছেলে সেদিন ভিড়ের মধ্যে দমবন্ধ হয়ে চেতনা হারিয়েছিল।
এই ঘটনায় রেবতীর পরিবার অর্জুনের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে। পাশাপাশি তার নিরাপত্তা দল এবং থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা করেছে পুলিশ।
এই ঘটনার পর আল্লু রেবতীর পরিবারকে ২৫ লাখ রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং সেই সঙ্গে রেবতীর ছেলে শ্রীতেজের চিকিৎসার ব্যয়ভারও বহন করার আশ্বাস দিয়েছে।
‘পুষ্পা ২' সিনেমার প্রদর্শনী চলাকালে এই দুই মৃত্যুর ঘটনায় পুলিশ পৃথক তদন্ত শুরু করেছে।
গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে সুকুমার পরিচালিত 'পুষ্পা ২' সিনেমাটি। মুক্তির প্রথম দিন থেকেই দর্শক ধরে রেখেছে অর্জুন ও রাশমিকা মানদানা অভিনীত এই সিনেমাটি। মুক্তির পর এক সপ্তাহে বক্স অফিসে সিনেমার আয় ৬৪৫ কোটি রুপি ছাড়িয়েছে।
আরও পড়ুন:
'পুষ্পা ২' দেখতে গিয়ে নারীর মৃত্যু, ২৫ লাখ রুপি দিচ্ছেন অর্জুন