আগামী ২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘রিকশা গার্ল’ সিনেমা।
Published : 14 Jan 2025, 11:39 AM
বিশ্বের ৩০টিরও বেশি দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘রিকশা গার্ল’।
এই সিনেমাটি নিয়ে দীর্ঘ নয় বছর পর বড় পর্দায় ফিরছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এর মধ্যে ট্রেইলার প্রকাশ করে সিনেমার মুক্তির তারিখ জানানো হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে অমিতাভ রেজা জানিয়েছেন, আগামী ২৪ জানুয়ারি থেকে দেশের সিনেমা হলগুলোতে দর্শকরা ‘রিকশা গার্ল’ দেখা যাবে।
যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মিত এই সিনেমা ২০২০ সালে দেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও কোভিড মহামারীর কারণে বদলে যায় সেই পরিকল্পনা।
এরপর কয়েকবার মুক্তির কথা শোনা গেলেও মুক্তি পায়নি।
‘রিকশা গার্ল’ সিনেমার গল্প তৈরি হয়েছে শিল্পীমনা নারী নাঈমাকে ঘিরে, যিনি ছবি আঁকতে পছন্দ করেন। তাদের সংসারে একমাত্র উপার্জনক্ষম মানুষ তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় নাঈমার।
যেহেতু ছবি এঁকে যথেষ্ঠ উপার্জন হয় না, তাই নাঈমা উপায়ন্তর না দেখে রিকশা নিয়ে রাস্তায় বের হন।
সিনেমায় রিকশা গার্লের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান।
আরো রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে।
সিনেমার ডিজিটাল পার্টনার ওটিটি প্লাটফর্ম বঙ্গ।
আরও পড়ুন:
'রিকশা গার্ল' ফেব্রুয়ারিতে মুক্তি দিতে চান অমিতাভ রেজা