আগামী বুধবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির ৩২তম প্রদর্শনী হবে।
Published : 23 Jan 2025, 11:06 PM
ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা মাস্টারদা সূর্যসেনের বিচার ও হত্যাকাণ্ড নিয়ে তৈরি ‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটক মঞ্চে আনছে নাট্যদল ঢাকা পদাতিক।
দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আগামী বুধবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির ৩২তম প্রদর্শনী হবে। এর আগে ২৫ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে মহড়া।
‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকের রচনা ও নির্দেশনায় ছিলেন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নির্দেশনার দায়িত্বে আছেন অভিনেতা নাদের চৌধুরী।
নাদের চৌধুরী বলেন, “‘মাস্টারদা সূর্যসেন’ নাটকের প্রধান চরিত্রটি আমি রূপায়ণ করছি। ঐতিহাসিক এই নাটক আমাদের এখনকার জেনারেশনের দেখা উচিত।”
এ নাটকে ৪০টি চরিত্র রয়েছে, যার মধ্যে আছে প্রীতিলতা, কল্পনা দত্ত, অম্বিকা রায়, নির্মল সেনের মত চরিত্র। চরিত্রগুলো মঞ্চে তুলে ধরছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নানটু, হাসনাহেনা শিল্পী, মামুন উর রশিদ, শ্যামল হাসান, সাবিহা জামান, আক্তার হোসেন, তারেক আলী মিলন, আতিক, মিলটন আহমেদ।
২০১৮ সালের ১৮ জানুয়ারি নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়। গত বছর দিল্লিতেও এর দুটি প্রদর্শনী হয়েছে।