জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় দেখা যাবে সিনেমাটি।
Published : 19 Jan 2025, 02:55 PM
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে দেখা যাবে সরকারি অনুদানের সিনেমা ‘বলী’ (দ্য রেসলার)।
ঢাকায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে রোববার সন্ধ্যা ৭টায় সিনেমাটির বাংলাদেশ প্রিমিয়ার হবে। এ সিনেমা দেখানোর মধ্যে দিয়েই শেষ হচ্ছে উৎসব।
‘বলী’ নির্মাতা ইকবাল হোসাইন বলছেন, সিনেমাটিতে চট্টগ্রামের বলীখেলার ঐতিহ্য ও ‘উপকূলীয় মিথ’ বিশ্বের সামনে তুলে ধরার একটি চেষ্টা করা হয়েছে।
উৎসবে ‘বলীর’ প্রদর্শন নিয়ে তিনি বলেন, “ঘুরপথে খানিকটা দেরিতে হলেও দেশে ‘বলী’ দেখা যাবে, এটা আমার কাছে বিশাল ব্যাপার।”
গত বছর সিনেমাটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘নিউ কারেন্টস’ বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতে নেয়।
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা এটি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, যাকে সাগরপাড়ের এক ‘খ্যাপাটে জেলের চরিত্রে’ দেখা গেছে। আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমামসহ অনেকে।
সিনেমার প্রযোজক পিপলু আর খান। সহ-প্রযোজক সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন।
আরও পড়ুন-
বুসান উৎসবে পুরস্কার পেল বাংলাদেশের 'বলী'