উৎসবের ত্রয়োবিংশ শুরু হবে ১১ থেকে জানুয়ারি; পর্দা পড়বে ওই মাসের ১৯ তারিখে।
Published : 23 Dec 2024, 09:01 PM
সেরা চলচ্চিত্র, পরিচালক এবং অভিনেতা-অভিনেত্রী বেছে নিতে ত্রয়োবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরিবোর্ডের দুই বিভাগের দায়িত্ব পেয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও আজমেরী হক বাঁধন।
উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল গ্লিটজকে জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চন উৎসবের এশিয়ান ফিল্ম কমপিটিশন বিভাগে বিচারকের দায়িত্ব পালন করবেন।
আর ওমেন ফিল্মমেকার বিভাগে বিচারকের দায়িত্ব গেছে বাঁধনের কাঁধে।
মুজতবা জামাল বলেন, "প্রতিবছরের মত এবারও আন্তর্জাতিক ও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে জুরি কমিটি গঠন করা হয়েছে। যারা সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা চিত্রনাট্যকার এবং সেরা চিত্রগ্রাহককেও নির্বাচন করবেন।"
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ত্রয়োবিংশ শুরু হবে ১১ জানুয়ারি; আসরের পর্দা পড়বে ওই মাসের ১৯ তারিখে।
জামাল জানিয়েছেন, এশিয়ান ফিল্ম কমপিটিশন বিভাগে বিচারকের দায়িত্বে আরও আছেন নরওয়ের চলচ্চিত্র পরিবেশক এজ হোফার্ট, চীনের চিত্রনাট্যকার ও পরিচালক ঝ্যাং ইউডি, মঙ্গোলিয়ার অভিনেত্রী মুনগুনজুল আমগালানবাতার এবং ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক ড্রাগন মিলিনকোভিচ।
ওমেন ফিল্মমেকার বিভাগে বিচারকের দায়িত্বে আরও আছেন লন্ডন প্রবাসী বাংলাদেশের অভিনেত্রী ও নির্মাতা লিসা গাজী, চীনের মেই পো রেইনবো ফং এবং ইরানি অভিনেত্রী হুদা মোগাদ্দাম মানিশ।
এই উৎসবে বাংলাদেশসহ ৭০টি দেশের ২২০টি সিনেমা জায়গা করে নিয়েছে।
এবারও ভেন্যু হিসেবে রয়েছে জাতীয় জাদুঘর মিলনায়তন, শিল্পকলা একাডেমি, রাশিয়ান সাংস্কৃতিককেন্দ্র ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন।
আসরে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউটস, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্যা ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট এন্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেশনে সিনেমা প্রদর্শিত হবে বলে জানিয়েছেন জামাল।
উৎসবের বাংলাদেশ প্যানোরমা বিভাগে এখন পর্যন্ত ৮টি সিনেমা চূড়ান্ত হয়েছে।
এগুলো হল- কুসুম সিকদারের ‘শরতের জবা’, মেহেদী রনির ‘এখানে নোঙর’, ধ্রুব হাসানের ‘ফাতিমা’, নিয়ামুল হাসান মুক্তার ‘রক্ত জবা’, ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’, তানভীর মুহাম্মদের ‘বাতাসের ফেনা’, বিপ্লব সরকারের ‘আগন্তুক’ ও তৌফিক এলাহির ‘নীলপদ্ম’।
এ ছাড়া দেশের প্রায় ৪০টি স্বল্পদৈর্ঘ্য সিনেমাও দেখানো হবে উৎসবে।
এশিয়ান কম্পিটিশন বিভাগে রয়েছে ‘ড্রিমিং অ্যান্ড ডায়িং’ (ইন্দোনেশিয়া-সিঙ্গাপুর), ‘হোয়েন দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়েলো’ (তুরস্ক), ‘ডিল অ্যাট দ্য বর্ডার’ (কিরগিস্তান)সহ আরো কিছু সিনেমা।
স্পিরিচুয়াল বিভাগে নির্বাচিত হয়েছে ‘কালাচক্র’ (রাশিয়া), ‘রেইজ মি আ মেমোরি’ (এস্তোনিয়া), ‘মন্টে ক্লারজিও’ (পর্তুগাল), ‘আওয়ার মেমোরিজ’ (ফ্রান্স), ‘আওয়ার মাদার’ (ইতালি), '৪০০ ক্যাসেটস' (গ্রিস)সহ আরও কিছু সিনেমা।
জামাল জানিয়েছেন, গত বছরের মত এবারও উৎসবে 'একাদশ ঢাকা আন্তর্জাতিক নারী চলচ্চিত্র সম্মেলন'ও থাকছে।
ওই আয়োজনে নানা দেশের নারী চলচ্চিত্র নির্মাতা, অভিনেত্রীদের যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। সম্মেলনটি হবে ১২ ও ১৩ জানুয়ারি।
আরও পড়ুন:
ঢাকায় চলচ্চিত্র উৎসব জানুয়ারিতে