আজিমপুর কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে নির্মাতা জাহিদুর রহিম অঞ্জনকে।
Published : 26 Feb 2025, 09:00 PM
‘মেঘমল্লার’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহিম অঞ্জনের মরদেহ দেশে আসছে রাতে।
নির্মাতা আকরাম খান গ্লিটজকে জানিয়েছেন, বুধবার রাতে মরদেহ দেশে আসার পর বৃহস্পতিবার আজিমপুর কবরস্থানে মায়ের কবরে শেষ শয্যায় শায়িত হবেন প্রয়াত এই নির্মাতা।
ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় অঞ্জনের মৃত্যু হয়েছে সোমবার রাতে, তার বয়স হয়েছিল ৬১ বছর। লিভারের জটিলতায় ভুগছিলেন তিনি। বেঙ্গালুরুতে অঞ্জনের চিকিৎসা শুরু হলে অঞ্জনের শরীরে একটি অস্ত্রোপচারও হয়। এরপর থেকে তার শারিরীক অবস্থা খারাপ হতে শুরু করে বলে জানিয়েছিলেন আকরাম খান।
তিনি বলেন, "অঞ্জনদার মরদেহ সন্ধ্যায় দেশে আসছে। সেখান থেকে উনার বোন তন্নির বাসায় ইস্কাটনে নিয়ে যাওয়া হবে। রাতে স্থানীয় মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।"
বৃহস্পতিবার সকালে অঞ্জনের মরদেহ তার কর্মস্থল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে প্রথমে নিয়ে যাওয়া হবে। সেখানে সম্মাননা জানানোর পর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে নেওয়ার পর আরেকটি জানাজা হওয়ার কথা রয়েছে।
আকরাম বলেন,"আজিমপুর কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে অঞ্জনদাকে।"
কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মেঘমল্লার’ নির্মাণ করেন অঞ্জন।
২০১৪ সালের ডিসেম্বরে মুক্তি পায় সিনেমাটি। এটি ছিল তার প্রথম ফিচার ফিল্ম। প্রথম সিনেমার জন্যই তিনি ‘শ্রেষ্ঠ পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
সরকারি অনুদানে সবশেষ অঞ্জন নির্মাণ করেন ‘চাঁদের অমাবস্যা’। সেই সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।
গেল বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সদস্য হিসেবে যুক্ত করা হয় এই নির্মাতাকে।
অঞ্জন স্টামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে চলচ্চিত্র বিষয়ে শিক্ষকতা করছিলেন। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রতিষ্ঠাতাকালীন সদস্য।
আরও পড়ুন: