আল্লু অর্জুনের নতুন সিনেমার নাম ঠিক হয়েছে ‘এএ ২২’।
Published : 11 Apr 2025, 05:32 PM
ইঙ্গিত মিলেছিল আগেই। এবার এসেছে ঘোষণা। ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা আল্লু অর্জুনের নতুন সিনেমা আসছে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে গত মঙ্গলবার নিজের ৪২তম জন্মবার্ষিকীতে এবং পরেও সোশাল মিডিয়াতেও নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন ‘পুষ্পা’ খ্যাত এই অভিনেতা।
‘জওয়ান’ সিনেমার পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে এই সিনেমায় জুটি বাঁধছেন অর্জুন। সিনেমাটি অ্যাকশন ঘরানার হতে চলেছে জানিয়ে অভিনেতা বলেছেন, আপাতত সিনেমার নাম ঠিক হয়েছে ‘এএ ২২’।
অ্যাটলির ৬০০ কোটি রুপির এই বাজেটের সিনেমায় মূল চরিত্রে সালমান খানের নাম শোনা গিয়েছিল। পরে অ্যাটলি জানিয়েছিলেন, তিনি সিনেমায় এমন নায়ককে আনতে চান, যার হাত ধরে ব্যবসা হবে।
অর্জুনের এই সিনেমায় তিন নায়িকাকে একসঙ্গে দেখা যাবে। তাদের মধ্যে একজন হলেন বলিউডি অভিনেত্রী জাহ্নবী কাপুর। এখন ‘এএ ২২’ সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ চলছে। এ বছরের মাঝামাঝি দৃশ্যধারণের কাজ শুরু হবে। আর সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।
‘সান পিকচার্সের’ প্রযোজনায় অ্যাকশনে ভরপুর এই সিনেমায় পুনর্জন্মের গল্প দর্শকরা দেখতে পারেন বলেও আভাস দিয়েছেন অর্জুন।