সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে ‘মন-দুয়ারী’ নাটক।
Published : 02 Feb 2025, 05:30 PM
‘মন-দুয়ারী’ নাটকে প্রথমবারের মত জুটি বাঁধলেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নাহার নীহা।
‘মন-দুয়ারী’ আসছে ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারিতে।
নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন; যৌথভাবে গল্প লিখেছেন নাসির খান ও পরিচালক নিজে।
নাটকের গল্প নিয়ে বিজ্ঞপ্তিতে পরিচালক বলেছেন, মন-দুয়ারী’ নাটকে অমিত ও নন্দিনী নামের দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও নীহা।
নাটকের গল্পে দেখা যাবে, অমিত নিউ ইয়র্ক থেকে দেশে আসে। কিছুদিন পর নন্দিনীর সঙ্গে অমিতের পরিচয় হয়, যা ধীরে ধীরে প্রেমের সম্পর্কে গড়ায়।
অমিত মনে করেন মেয়েটির সান্নিধ্যে এসে তার মনের দুয়ার খুলতে শুরু করে তাই সে নন্দিনীর নাম রাখে ‘মন-দুয়ারী’।"
নীহার সঙ্গে প্রথম কাজ নিয়ে অপূর্বর ভাষ্য, এই তরুণীর অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে।
“সে শিখতে চায়, শিখে অভিনয় করতে চায়। এটাই তার বড় গুণ। আর এগিয়ে যাওয়ার জন্য এ গুণই যথেষ্ট। এই নাটকে সে এত ভালো করেছে, না দেখলে বিশ্বাস হবে না।"
অপূর্বর সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়ায় স্বপ্ন পূরণ হয়েছে বলে জানিয়েছেন নীহা।
তিনি বলেন, “আমি অনেক খুশি। পরিচালক ও অপূর্ব ভাইয়া দুজন আমাকে পুরোটা সময় সহযোগিতা করেছেন। আমিও আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।"
পরিচালক জাকারিয়া সৌখিন বলেছেন, ভালোবাসা দিবসে সব সময় একই ধরনের গল্পে নাটক নির্মিত হয়।
“কিন্তু আমাদের গল্পটি সম্পূর্ণ আলাদা। বাকিটা দেখার পর দর্শক বুঝতে পারবেন।"
‘মন-দুয়ারী’ নাটকে আরও অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান, শফিউল আলম, মিলি মুন্সী, শারমীন সুলতানা, রাইসাসহ কয়েকজন।
ঢাকা, নবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন জায়গায় টানা ১৩ দিন কাজ করে নাটকের দৃশ্যধারণ করা হয়েছে।
নাটকটি প্রচার হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।