“শিল্পীদের এতো বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা,” বলেন তিনি।
Published : 26 Jan 2025, 12:08 AM
হেফাজতে ইসলামের হুমকির মুখে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় প্রসাধন ও অন্যান্য সামগ্রীর একটি কোম্পানির বিক্রয়কেন্দ্র উদ্বোধনের অনুষ্ঠান স্থগিতের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
এই দায়ভার সবাইকে নিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার রাত সাড়ে ১০টায় ফেইসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে পরীমনি লেখেন, “এত চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা।”
এর আগে মেহজাবীন, পড়শী এমন হেনস্থার শিকার হয়েছেন বলেও তুলে ধরেছেন এই চিত্রনায়িকা।
পরীমনি বলেন, “ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর। এ দেশে সিনেমা, বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে।”
“তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন। নাকি এখন হচ্ছি? কোনটা। এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।”
নিজের পেইজে দেওয়া পোস্টটি পরে তার ফেইসবুক আইডিতে শেয়ার করে পরীমনি লিখেছেন, “আসেন ঘুমাই সবাই।”
ফেইসবুকে এই পোস্ট দেওয়ার সাত ঘণ্টা আগে বিকাল সাড়ে ৩টায় টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গায় টিন মার্কেটে প্রসাধন সামগ্রীর কোম্পানি হারল্যানের বিক্রয়কেন্দ্রটি উদ্বোধন হওয়ার কথা ছিল।
কিন্তু শেষ মুহূর্তে এসে তা স্থগিত করা হয়েছে, যেটি উদ্বোধন করার কথা ছিল অভিনেত্রী পরীমনির।
কালিহাতি থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, “হুজুররা ঝামেলা করেছিল। পরে কর্তৃপক্ষ উদ্বোধন অনুষ্ঠানটি স্থগিত করেছে।”
এ বিষয়ে সন্ধ্যায় ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “নিরাপত্তাজনিত কারণে শোরুম উদ্বোধন কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে হারল্যান থেকে আমাকে জানানো হয়েছে। এর বেশি কিছু আমি জানি না।”
আরও পড়ুন:
হেফাজতের ‘হুমকি’: টাঙ্গাইলে পরীমনির বিক্রয়কেন্দ্র উদ্বোধনের অনুষ্ঠান স্থগিত