সাইফ বলেন, “সিনেমার ইতিহাসে সব থেকে খারাপ চুম্বন ছিল এটি।”
Published : 22 Mar 2025, 12:43 PM
নব্বই দশক এবং পরবর্তী সময়ে একাধিক সিনেমার নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন হিন্দি সিনেমার অভিনেতা সাইফ আলী খান। তবে একটি সিনেমায় রানি মুখার্জির সঙ্গে চুম্বনদৃশ্যে নিজেই অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন অভিনেতা।
যশরাজ ফিল্মস প্রযোজিত ‘হাম তুম’ সিনেমার শুটিংয়ে ঘটনাটি ঘটেছিল বলে লিখেছে টাইমস অব ইন্ডিয়া।
এক অনুষ্ঠানের গিয়ে রানি ও সাইফ দুজনেই ২১ বছর আগের ঘটনাটি নিয়ে কথা বলেছেন।
রানি সাইফকে জিজ্ঞাসা করেন, “ হাম তুমে চুম্বন দৃশ্যের শুটিংয়ের সময় আমরা কতটা নার্ভাস ছিলাম তোমার মনে আছে?”
সাইফ উত্তরে মজা করে বলেন, “আমরা নয়, তুমি যে ভয় পেয়েছিলেন সেটি আমার মনে আছে।”
রানির আচরণকে বন্ধুসুলভ বর্ণনা করে সাইফ বলেছেন, তার নায়িকা তাকে অনুরোধ করেছিলেন তিনি (সাইফ) যেন পরিচালককে বলেন যে ওই দৃশ্যটি বাদ দিতে।
“তখন আমি বললাম আমি এটা করতে পারব না। আমার পরিচালক বলেছেন, সিনেমার জন্য এই দৃশ্য প্রয়োজন। তাই আমাদের এটা করা উচিত।”
রানির উদ্দেশে সাইফ বলেন, “সিনেমার ইতিহাসে সব থেকে খারাপ চুম্বন ছিল এটি। আমার জন্য খুবই অস্বস্তিদায়ক ছিল। তুমি অস্বস্তিতে ছিলে এটা ভেবে অস্বস্তি হয়েছিল আমার।”
নব্বই এবং তার পরবর্তী সময়ের এই দুই অভিনয় শিল্পী এখন সিনেমার কাজ কমিয়ে দিয়েছেন। তারা কাজ করেন বেছে বেছে। বিশেষ করে রানির কাজে বিরতি থাকছেই।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ এই অভিনেত্রীর সর্বশেষ কাজ। এই সিনেমায় রানিকে সন্তানের জন্য লড়াইয়ে নামা এক মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়।
এর মধ্যে জানুয়ারিতে নিজের বাড়িতে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর আলোচনায় আসেন সাইফ আলী খান। অস্ত্রোপচারের পর সুস্থও হয়েছেন তিনি।
নির্মাতা সিদ্ধার্থ আনন্দের ‘দ্য জুয়েল থিফ’ নামের একটি সিনেমা চলতি বছরে মুক্তি পেতে যাচ্ছে নেটফ্লিক্সের পর্দায়। সেখানে অভিনয় করছেন সাইফ।