“কাউকে দেখে বা চিনে বিয়ে করার অনুভূতিটাতো ভেতর থেকে আসতে হবে।”
Published : 28 Feb 2025, 09:59 AM
বয়স ৫০ হলেও, ভারতীয় অভিনেত্রী সুস্মিতা সেন কেন বিয়ের পিড়িতে বসছেন না সেই কারণ তিনি জানিয়েছেন; আরও বলেছেন কী শর্তে বিয়ে করতে পারেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, কদিন আগে ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনে নিজের বিয়ে নিয়ে ভাবনা মেলে ধরেন সুস্মিতা।
এই অভিনেত্রী বলেন, “আমি বিয়ে করতে চাই। কিন্তু বিয়ে করার জন্য যোগ্য কাউকে তো খুঁজেও পেতে হবে, তাই না? বিয়ে এমনি এমনি তো হয়ে যায় না, এটি একটি হৃদয়ের বন্ধন। কাউকে দেখে বা চিনে এই অনুভূতিটাতো ভেতর থেকে আসতে হবে।”
১৯৯৪ সালে মিস ইউনিভার্সের খেতাব জেতা বাঙালি সুস্মিতা ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। তারপর থেকে অভিনয়েই রয়েছেন।
অভিনয়ের চাইতেও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চিত সুস্মিতা। ক্রিকেটার ওয়াসিম আকরাম, বলিউড অভিনেতা রণদ্বীপ হুডা, ব্যবসায়ী অনিল আম্বানি, চলচ্চিত্র নির্মাতা মানব মেনন ছাড়াও আরও কয়েক ব্যবসায়ী বা দাপুটে ব্যক্তিত্বের সঙ্গে সুস্মিতার প্রেমের গুঞ্জন নিয়ে বহুবার মেতেছে তার ভক্তরা।
আইপিএলের রূপকার ব্যবসায়ী ললিত মোদীর সঙ্গে সুস্মিতার প্রেম-ডেট-বিয়ে নিয়ে গুঞ্জন ছিল জোরেশোরে। মোদী বিয়ের আভাস দিলেও সেই সম্পর্ক গত বছর ভেঙে দেন সুস্মিতা সেন।
এই বিশ্বসুন্দরীর ‘প্রেমিকদের’ তালিকায় বয়সে ১৫ বছরের ছোট মডেল রোহমান শলের নামটি যুক্ত হয়েছিল পাঁচবছর আগে। মাঝে প্রেমে ইস্তফা টানেন সুস্মিতা। কিন্তু বন্ধু হিসেবে দুজনের যোগাযোগ বজায় থেকেছে বরাবর।
বিয়ে না করলেও দুই পালিত কন্যার মা হয়েছেন সুস্মিতা।
মেয়েদের বড় করার সিদ্ধান্ত বিয়েতে বাধা হয়ে দাঁড়িয়েছিল কী না জানতে চাইলে সুস্মিতা বলেন, “বিয়ে না করার অন্যতম কারণ আমার ভেতরে হতাশা কাজ করে। বিয়ে না করার সিদ্ধান্তের সঙ্গে আমার মেয়েরা কোনোভাবে জড়িত নয়।
“আমার দুই মেয়েই আমার কাজের পরিবেশ বা আমার মেলামেশার মানুষদের খোলা মনে গ্রহণ করেছে। তারা মানুষ ভালোবাসে, শ্রদ্ধা করে।”
সুস্মিতার ব্যস্ততা এখন ওটিটির পর্দা ঘিরে। ডিজনি প্লাস হটস্টারের ক্রাইম থ্রিলার আর্যতে শেষবার দেখা গেছে তাকে। সেখানে তিনি একজন মাফিয়া সম্রাজ্ঞীর ভূমিকায় অভিনয় করেছেন।
এই সিরিজের তৃতীয় পর্ব আসছে চলতি বছরে।