বনসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ এ একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্র করতে পারেন শাহরুখ।
Published : 26 Nov 2024, 05:24 PM
বলিউড তারকা শাহরুখ খান প্রায় দুই যুগ পর আবার সঞ্জয় লীলা বনসালির সঙ্গে কাজ করতে চলছেন বলে খবর শোনা যাচ্ছে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, বনসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ এ রাণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলের সঙ্গে একটি ক্যামিও চরিত্রে হাজির হতে পারেন শাহরুখ।
সিনেমার দ্বিতীয় অংশে শাহরুখকে গুরুত্বপূর্ণ একটি দৃশ্যে রাণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যেতে পারে।
বক্স অফিস ওয়ার্ল্ডওয়াইড-এর খবর বলছে, শাহরুখ খান সম্প্রতি বনসালির সঙ্গে ওই বিশেষ চরিত্র নিয়ে বৈঠকে বসেন। তাদের আলোচনা চূড়ান্ত হলে আগামী বছরের জানুয়ারিতে শাহরুখের অংশের দৃশ্যধারণ শুরু হবে।
ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে এ সিনেমার শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। রাণবীর কাপুর শুটিংয়েও অংশ নিয়েছেন। শিগগিরই আলিয়া ভাট ও ভিকি কৌশল যোগ দেবেন।
শাহরুখের ক্যামিও নিশ্চিত হলে দর্শকের জন্য আগামী বছর এটি দারুণ এক সিনেমা হতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন সিনেমাসংশ্লিষ্ট অনেকে।
২০০২ সালে সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ হয়ে দর্শকদের কাঁদিয়েছিলেন শাহরুখ। সেই মেগাবাজেটের সিনেমা আজও আলোচিত।
তারপর কেটে গেছে ২২ বছর। বানসালির ফ্রেমে আর দেখা মেলেনি বাদশার। এবারের খবর সত্যি হলে দুই যুগ পরে যুগলবন্দি হবে এই জুটি।