খুন-রহস্যের গল্পের ওয়েব সিরিজ ‘রইলো বাকি দশ’ দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম টফি-তে।
Published : 16 Jul 2024, 09:04 AM
একের পর এক খুনের ঘটনায় আতঙ্কিত গোটা শহর। রহস্য সমাধানের চেষ্টা। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘রইল বাকি দশ’।
শাহাজাদা শহিদের রচনায় পরিচালনা করেছেন মাসুদ জাকারিয়া সাবিন। ওটিটি প্ল্যাটফর্ম টফিতে দেখা যাচ্ছে সিরিজটি। দশ পর্বের এই সিরিজে আছেন একঝাঁক তারকা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে টফি জানিয়েছে, মাত্র ২০ টাকায় টফিতে প্রিমিয়াম ক্যাটাগরির এই ওয়েব সিরিজ দর্শক উপভোগ করতে পারবে।
‘রইলো বাকি দশ’ সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম। এ অভিনেতা বলেন, "এই সিরিজে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ ছিল। আমি আশাবাদী যে খুন-রহস্যে মোড়া টান টান উত্তেজনার এই গল্প দর্শক দারুণভাবে উপভোগ করবেন।"
এই সিরিজে অর্চিতা স্পর্শিয়াকে ‘নেগেটিভ’ ও ব্যতিক্রমী এক চরিত্রে দেখা যাবে। এই সিরিজটি দিয়ে দীর্ঘদিন পর ওটিটিতে ফিরেছেন এই অভিনেত্রী।
টফির ডেপুটি ডিরেক্টর (মার্কেটিং) মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, "রইলো বাকি দশের টান টান উত্তেজনার গল্প দর্শকদের নড়েচড়ে বসতে বাধ্য করবে। যে কোনো মোবাইল নেটওয়ার্ক থেকে টফির প্রিমিয়াম ক্যাটাগরির এই ওয়েব সিরিজটি মাত্র ২০ টাকায় উপভোগ করা যাবে। ১৫ দিন মেয়াদি এই প্যাকেজের অধীনে সিরিজটি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে দর্শকরা উপভোগ করতে পারবেন।"
সিরিজটিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নাদের চৌধুরী, আহসান হাবিব নাসিম এবং একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জিয়াউল রোশানকে।