এ আয়োজনে মধ্যে নাটক, সিনেমাসহ আরো আছে, সংগীত, আবৃত্তি, তথ্যচিত্র, প্রামাণ্যচিত্র।
Published : 16 Dec 2024, 03:54 PM
বিজয় দিবস উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি টেলিভিশনের পর্দায় প্রচার হবে নানা অনুষ্ঠান।
এ আয়োজনে মধ্যে নাটক, সিনেমাসহ আরো আছে, সংগীত, আবৃত্তি, তথ্যচিত্র, প্রামাণ্যচিত্র।
বিজয় দিবসের বিশেষ নাটকের খবর তুলে ধরেছে গ্লিটজ।
বিটিভিতে ‘ছবি কথা বলে’
বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে সোমবার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে নাটক ‘ছবি কথা বলে’। চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও মুক্তিযুদ্ধের গল্পে সাজানো হয়েছে নাটকটি।
কাজী আসাদের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। অভিনয় করেছেন কাজী আসাদ, মোমেনা চৌধুরী, এ কে আজাদ সেতু, সালাহ খানম নাদিয়া, সাব্বির আহমেদ, কবির আহমেদ, আবদুল আলিম ভিমটু, মনোয়ার হোসেন মিন্টু, তাহিয়া, মতিয়ার রহমানসহ আরও অনেকে।
মাছরাঙায় ‘শেষ প্রহর’
রাত সাড়ে ১০টায় মাছরাঙায় প্রচার হবে নাটক ‘শেষ প্রহর’। শফিকুর রহমান শান্তনুর রচনায়, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
গল্পে দেখা যাবে, আনুশকা নামের এক তরুণী কানাডা থেকে দেশে আসেন তার পৈতৃক সম্পত্তি বিক্রির উদ্দেশ্য রিয়ে। আনুশকা কাএ বাবার বন্ধু হায়াত সাহেবের বাসায় ওঠেন। আনুশকার জমি বিক্রির কথা শুনে হায়াত দুঃখ পায়।
এদিকে হায়াত সাহেবের পরিবার সমস্যার মুখে পড়ে। স্থানীয় এক নেতা তার কিছু জমি কিনতে চায়। কিন্তু হায়াত সাহেব তার কাছে জমি বিক্রি করতে চান না। কারণ ওই নেতা মুক্তিযুদ্ধের সময় ছিল স্বাধীনতাবিরোধী রাজাকারের ভূমিকায়।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত দত্ত, আইশা খান, আবুল হায়াতসহ আরও অনেকে।
‘বীরাঙ্গনা’ বৈশাখীকে
রাত ১০টায় বৈশাখীর পর্দায় দেখা যাবে নাটক ‘বীরাঙ্গনা’। টিপু আলম মিলনের গল্পে ও আনন জামানের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন।
মুক্তিযুদ্ধের এক বীরাঙ্গনা ময়ূরজানের গল্প নিয়ে তৈরি হয়েছে এই নাটক।
এতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, রওনক হাসান, মনোজ প্রামাণিকসহ আরও অনেকে।
চ্যানেল আইয়ে ‘তুমি আসবে বলে’
রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে সতীর্থ রহমানের পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘তুমি আসবে বলে’।
মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে টেলিফিল্মটি।
‘তুমি আসবে বলে’ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তনয় বিশ্বাস, রোদেলা টাপুর, গোলাম ফরিদা ছন্দা, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে।