পাকিস্তানের বেশ কিছু মাল্টিপ্লেক্সে শুক্রবার থেকে চলছে ‘দেয়ালের দেশ’।
Published : 05 Jan 2025, 02:52 PM
আগের বছর রোজার ঈদে মুক্তি পাওয়া শরিফুল রাজ ও শবনম বুবলীর সিনেমা ‘দেয়ালের দেশ’ মুক্তি পেয়েছে পাকিস্তানের প্রেক্ষাগৃহে।
পাকিস্তানের বেশ কিছু মাল্টিপ্লেক্সে শুক্রবার থেকে সিনেমাটি চলছে বলে জানিয়েছেন পরিচালক মিশুক মনি।
তিনি গ্লিটজকে বলেন, "প্রথম সপ্তাহে পাকিস্তানের মাল্টিপ্লেক্সগুলোতে 'দেয়ালের দেশ' মুক্তি পেয়েছে। প্রথম সপ্তাহের রেসপন্স দেখে দ্বিতীয় সপ্তাহে হলের সংখ্যা বাড়ানো হবে।"
পাকিস্তানের দর্শকদের কাছে ‘দেয়ালের দেশ’ পৌঁছে যাওয়ার ঘটনাকে ‘বড় প্রাপ্তি’ হিসেবে দেখছেন মনি।
তিনি বলেন, “এই ঘটনা দ্বিতীয় কাজের প্রতি দায়িত্ব ও চাপ আরও বাড়িয়ে দিল।"
‘দেয়ালের দেশ’ গত এক বছরে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের কয়েকটি দেশ ঘুরে এসেছে।
সরকারি অনুদানে নির্মিত রোমান্টিক গল্পের সিনেমা ‘দেয়ালের দেশ’।
সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। এতে রাজ ও বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন স্বাগতা, শাহাদাত হোসেন, আজিজুল হাকিম, সাবেরী আলমসহ অনেকে।
‘দেয়ালের দেশ’ ছাড়াও ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ গেল বছরে মুক্তি পায় পাকিস্তানের প্রেক্ষাগৃহে।
মনির বর্তমান ব্যস্ততা দুইটি সিনেমার প্রি প্রোডাকশনের কাজ নিয়ে। যেগুলোর শুটিং শুরু হবে চলতি বছর।
আরও পড়ুন:
মুক্তির আগে এল 'দেয়ালের দেশ' এর ট্রেইলার
সীমানা পাড়ি দিচ্ছে 'দেয়ালের দেশ' ও 'ওমর'