সম্প্রতি এক অনুষ্ঠানের সূত্রে প্যারিসে গিয়ে ফের জোস্যানের সঙ্গে দেখা হয় জাভেদের। ৩৮ বছর পরেও প্রিয়তমার গলা শুনতে পেয়ে গীতিকারের স্মৃতি উজ্জ্বল হয়ে উঠেছিল।
Published : 29 Oct 2023, 07:15 PM
প্রায় চার দশক দাম্পত্যে রয়েছেন বলিউডের সম্ভ্রান্ত যুগল জাভেদ আখতার ও শাবানা আজমি। ভালোবেসেই বিয়ে করেছিলেন তারা। তবে শাবানাকে বিয়ের আগে এক ফরাসি নারীর প্রেমে পড়েছিলেন জাভেদ; সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই জানালেন গীতিকার।
জাভেদের প্রথম স্ত্রী হানি ইরানির সঙ্গে ১৩ বছর সংসার যাপনের পর বিচ্ছেদ ঘটে। তাদের ফারহান আখতার ও জোইয়া আখতার নামের দুই সন্তান রয়েছে। তারপরেই এক ফরাসি নারীর প্রেমে গীতিকার পড়েছিলেন বলে পিংকভিলা জানিয়েছে।
সাক্ষাৎকারে জাভেদ জানান, ১৯৭৭ সালে রাজেশ খান্নার ‘ত্যাগ’ সিনেমার সেটে জোস্যান নামে এক ফরাসি নারীর সঙ্গে বন্ধুত্ব হয়েছিল তার। জোস্যানের সঙ্গে প্রায় প্রতিদিনই সময় কাটাতেন জাভেদ। ধীরে ধীরে প্রেমে পরিণত হয় সেই বন্ধুত্ব। যুবক জাভেদ বিয়েও করতে চেয়েছিলেন জোস্যানকে।
“মাঝে মাঝে মনে হয় জীবন কিছু আয়োজন করছে। তাই আমরা বন্ধু হয়েছিলাম। সে আমাকে শুটিংয়ের পরে তার সাথে দেখা করতে বলেছিল, আমি তার সাথে দেখাও করতে গিয়েছিলাম। সে আমাকে অন্য বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। তার কিছুদিন পর, তার সমস্ত সহকর্মী ছেলে মেয়েরা ফিরে যাচ্ছিল, সেও সেসময় ফিরে গিয়ে থেকে গেল।
“আমি তাকে বলেছিলাম, হয় তুমি ফিরে যাবে, নয় আমাকে বিয়ে করবে। সে জানালো, 'আমি ফিরে যাব, কিন্তু আমার কাছে টাকা নেই'। আমার কাছে যত টাকা ছিল, আমি তার টিকিট কিনলাম এবং সে চলে গেল।”
জোস্যান ফিরে যাবার পর জাভেদকে একটি চিঠিও লেখেন। কিন্তু তার উত্তর দিতে পারেননি জাভেদ; এমনকী হারিয়ে ফেলেছিলেন চিঠিটিও।
তারপরই ১৯৮৪ সালে শাবানাকে বিয়ে করেন জাভেদ।
সম্প্রতি এক অনুষ্ঠানের সূত্রে প্যারিসে গিয়ে ফের জোস্যানের সঙ্গে দেখা হয় জাভেদের। গীতিকারের কথায়, ‘‘৩৮ বছর পরেও একটা গলা শুনতে পেয়ে আমার স্মৃতি উজ্জ্বল হয়ে উঠেছিল।’’
ফ্রান্সে জোস্যানের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি। প্রিয় বান্ধবীর সন্তানদের জন্য উপহারও নিয়ে গিয়েছিলেন কবি জাভেদ।