সংসদ নির্বাচনের মাঠে দেশের বিনোদন জগতের মানুষদের যুক্ত হওয়া নতুন ঘটনা নয়। তবে এবারের ভোটে যারা এসেছিলেন, তাদের মধ্যে কেউ জনপ্রিয়তায় সাড়া তোলা শিল্পী, কেউ বা আবার নানাকাণ্ডে আলোচিত। ভোটের ফলাফলে দেখা গেছে তারকাদের কেউ জয়ের ধারা ধরে রেখেছেন, কেউ বিদায় নিয়েছেন। আবার শুরুতেই বাজিমাত করে জয়ের হাসি হেসেছেন এমনও আছে। তারকাদের মধ্যে কে কোন আসনে জিতলেন, হারলেন সেই খবর তুলে এনেছে গ্লিটজ।
Published : 08 Jan 2024, 04:40 PM