বৈশাখীর এসব নাটকে দেখা যাবে মোশাররফ করিম, আবুল হায়াত, শাহানাজ খুশী, শাশ্বত দত্ত, তানিয়া বৃষ্টিসহ অনেককে।
Published : 13 Apr 2025, 10:51 PM
পহেলা বৈশাখ উপলক্ষে নানা আয়োজনের পসরা সাজিয়ে বসেছে দেশের টেলিভিশন স্টেশনগুলো। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের পাশাপাশি থাকছে বিশেষ নাটক।
বৈশাখীর এসব নাটকে দেখা যাবে মোশাররফ করিম, আবুল হায়াত, শাহানাজ খুশী, শাশ্বত দত্ত, তানিয়া বৃষ্টিসহ অনেককে।
বৈশাখী টিভিতে দুই নাটক ও সংগীতায়োজন
বৈশাখী টেলিভিশনে পহেলা বৈশাখে দেখা যাবে একক নাটক 'বৈশাখের ভালোবাসা'।
সোমবার দুপুর সাড়ে ১২টায় দেখা যাবে নাটকটি। সিদ্দিকুর রহমানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সিদ্দিক, মাই অতানাবী (জাপান), আহসানুল হক মিনু, সাহেলা আক্তারসহ অনেকে।
রাত ১০টায় দেখা যাবে নাটক ‘প্যারা আজমল’। সোহেল রানা ইমনের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁইসহ অনেকে।
নাটক ছাড়াও সোমবার সকাল থেকে থাকছে নানা সংগীতায়োজন। সকাল ৮টা ২০ মিনিটে বৈশাখীর সকালের গান গাইবেন দেবলিনা সুর।
রাত ৮টায় কণ্ঠশিল্পী চন্দনা মজুমদারের কণ্ঠে শোনা যাবে মিউজিক্যাল শো 'বৈশাখীর গোল্ডেন সং'।
বিটিভিতে দিনব্যাপী আয়োজন
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) থাকছে বর্ষবরণের বিশেষ অনুষ্ঠানমালা।
সকালে রমনার বটমূল থেকে বর্ষবরণের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে।
সকাল সাড়ে ৮টায় প্রচার হবে ‘বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান'। যেখানে বাংলা সন প্রবর্তন, নববর্ষ, মঙ্গল শোভাযাত্রা, নববর্ষের সূচনালগ্নের অবস্থা ও বর্তমান অবস্থা তুলে ধরা হবে।
সকাল ৯টায় থাকছে শিশুতোষ অনুষ্ঠান। দুপুর ১টায় বৈশাখের গানের সঙ্গে নৃত্য পরিবেশনা।
দুপুর দেড়টায় কবিতা পাঠের অনুষ্ঠান। বিকাল ৫টায় প্রচার হবে লোকনৃত্য ‘নকশী কাঁথার মাঠ’।
সন্ধ্যা ৬টায় থাকছে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় প্রচার হবে রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠান ‘মুছে যাক গ্লানি’ এবং ৮টা ৪০ মিনিটে প্রচার হবে নজরুল সংগীতের অনুষ্ঠান ‘বৈশাখী ঝড় এলো’।
রাত ৯টা ২০ মিনিটে থাকছে নাটক ‘মাটির মানুষ’।
নৃত্যানুষ্ঠান ‘বৈশাখী ছন্দে’ প্রচার হবে রাত ১০টা ২০ মিনিটে। অনুষ্ঠানের জন্য নৃত্য পরিচালনা করেছেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়, সোহেল রহমান, আয়েশা সিদ্দিকা, কামরুল হাসান ফেরদৌস। রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লোকগান ও আদি বাংলা গানের ওপর ভিত্তি করে নাচগুলো পরিবেশিত হবে।
দুরন্ত টিভিতে যা যা
দুরন্ত টিভিতে পহেলা বৈশাখে থাকছে উৎসবের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা সিজন থ্রি'।
এই সিজনে দেখা যাবে পহেলা বৈশাখকে কেন্দ্র করে ডাক্তার সফদার চৌধুরীর বাড়ির শিশুদের মধ্যে চলে নানা আয়োজন। এবারের আয়োজনে তারা প্রত্যেকেই তাদের দাদু সফদার চৌধুরীকে নিজেদের গ্রামের বাড়িতে নিয়ে উৎসব উদযাপন করতে চায়।
এতে ঘটে বিশাল বিপত্তি। সেই বিপত্তি এবং এর জট খোলা নিয়েই দুরন্ত টিভির এই বিশেষ নাটক।
নাটকটি রচনা করেছেন হাসান শাহরিয়ার ও পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি, তূর্র্য, ঋ, কাওসার অন্যান্য চরিত্রে আবুল হায়াত, শাহানাজ খুশী, ফরহাদ লিমন এবং আরো অনেকে। নাটকটি প্রচার হবে সকাল ৯টা ও রাত ৮টা ৩০ মিনিটে।
মঞ্চনাটক ‘বুদ্ধু-ভুতুম ও কলাবতী রাজকন্যা’ দেখা যাবে সকাল ১১টা ৩০ মিনিটে। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের রূপকথা ‘ঠাকুরমার ঝুলির' গল্প ‘কলাবতী রাজকন্যার' মঞ্চায়ন করেছে স্কলাসটিকা জুনিয়র স্কুলের বনানী ও গুলশান শাখার শিক্ষার্থীরা। নির্দেশনা দিয়েছেন ইভা আফরোজ খান, সংগীত আয়োজন করেছেন খৈয়াম সানু সন্ধি এবং প্রযোজনায় শাহাদাৎ সেতু।
এছাড়া পহেলা বৈশাখে সকাল ৭টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টায় দুরন্ত টিভির আয়োজনে থাকবে ‘রঙের খেলায় সুরের ভেলায়’। সকাল ৮টায় ‘বৈশাখী রঙ’ এবং সকাল ১০টা ৩০ মিনিটে ‘লাঠি নাচ’।
দীপ্ততে বৈশাখী মেলা
নববর্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করেছে দীপ্ত টেলিভিশন। অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে সরাসরি প্রচার করা হবে।
গৌরব সরকার ও কাজী ফাহিমুল হকের প্রযোজনায় দীপ্ত বৈশাখী উৎসবে গান পরিবেশন করবে ব্যান্ডদল ‘বায়োস্কোপ' ও 'ডোরা'। উপস্থাপনায় থাকছেন ইন্দ্রাণী নিশি।
চ্যানেল আইয়ে সুরের ধারার বর্ষবরণ
প্রতিবছরের মত এবারও চ্যানেল আই দেখাবে সুরের ধারার বর্ষবরণ। এবারের আয়োজন হবে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে।
আয়োজনে থাকছে পঞ্চকবির গান। সোমবার সকাল ৬টা থেকে শুরু হবে এই আয়োজন।
সুরের ধারার শিল্পীদের পাশাপাশি দেশের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বিভিন্ন জেলা থেকে আসা ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা।
অনুষ্ঠানস্থলে থাকবে বিভিন্ন লোকজ মেলার স্টল। মেলায় বিভিন্ন খেলাধুলার আয়োজনসহ থাকবে দেশীয় নানান ক্ষদ্র ও কুটির শিল্পের দোকান।
মাছরাঙায় 'আঁধারের আলো'
মাছরাঙা টেলিভিশনে রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দেখা যাবে পহেলা বৈশাখের বিশেষ টেলিফিল্ম 'আঁধারের আলো'।
আসাদুজ্জামান সোহাগের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাশ্বত দত্ত, তানিয়া বৃষ্টি।