নির্যাতনের অভিযোগ তুলে পরীমনি বলছেন, রাজের সঙ্গে তিনি আর দাম্পত্যে নেই। সে বিষয়ে রাজ নিশ্চুপ।
Published : 01 Jan 2023, 08:47 PM
নির্যাতনের অভিযোগ তুলে চিত্রনায়িকা পরীমনি যখন আলোচনার ঝড় তুলেছেন, তখন নীরবতা ভাঙলেন চিত্রনায়ক শরিফুল রাজ; ফেইসবুকে দিলেন একটি পোস্ট, তবে স্ত্রীর অভিযোগ এড়িয়ে শুধু সন্তানের জন্য শুভকামনাই ছিল তাকে।
গত কয়েক মাস ধরেই দাম্পত্যে টানাপড়েন চলছিল রাজ-পরীর। কিছুদিন আগে পরীমনিই ফেইসবুক পোস্টে অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমের সঙ্গে রাজকে জড়িয়ে ফেইসবুকে পোস্ট দিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন।
তবে গত ৩ ডিসেম্বর একসঙ্গে চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের একটি শাখা উদ্বোধন করতে দুজন একসঙ্গে গেলেও গত ২০ ডিসেম্বর পরীমনি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার সংবাদ সম্মেলনে সন্তানকে নিয়ে একাই হাজির হন।
এরপর গত শুক্রবার এক পোস্টে পরীমনি রাজের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে লেখেন- “আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।”
একদিন বাদে শনিবার রাতে আরেক পোস্টে বিছানায় রক্তের ছোপসহ ছবি দিয়ে তিনি লেখেন, সংবাদ সম্মেলনে আসছেন তিনি। তবে সেই সিদ্ধান্ত পরিবর্তনের খবর জানিয়ে বিকালে নতুন পোস্ট দেন পরীমনি, সেখানেই আনেন নির্যাতনের অভিযোগ। সেই সঙ্গে জানিয়ে দেন, তার জীবনে রাজ এখন ‘প্রাক্তন’।
পরীমনির অভিযোগ নিয়ে রাজের মোবাইল ফোনে রোববার বিভিন্ন সময়ে কল করা হলেও তিনি ফোন ধরেননি।
পরে রোববার সন্ধ্যায় ফেইসবুকে তিনি সন্তান রাজ্যের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লেখেন, “আমার প্রিয়তম পুত্র, নিশ্চয়ই সামনে তোমার জন্য একটি সুন্দর বছর ও দারুণ সময় অপেক্ষা করছে। নতুন বছরে তোমার সুস্বাস্থ্য ও আনন্দময় জীবন কামনা করছি। তোমার জন্য আমার হৃদয়ভরা ভালোবাসা। তুমি যত বড়ই হও, যত শক্তিশালীই হও আমার কাছে ছোট্টটিই রবে। আমার ভালোবাসা তোমার জন্য। শুভ নতুন বছর ২০২৩।”
পরীমনির সঙ্গে বিয়ে হয়েছে কবে, জানালেন রাজ
১০১ টাকা কাবিনে রাজ-পরীমনির ‘আনুষ্ঠানিক বিয়ে’
ঝড় পেরিয়ে ‘রাজ্য’ পেলেন রাজ-পরী
রাজ্য এখন রয়েছে তার মা পরীমনির সঙ্গে।
রোববার বিকালের ফেইসবুক পোস্টে পরীমনি লিখেছিলেন, “রাজ্য তার বাবা মাকে একসাথে নিয়ে বড় হতে পারলো না, এর থেকে কষ্টের আর কি হতে পারে আমার কাছে……!”
সন্তানের দিকে চেয়ে সংসার টিকিয়ে রাখার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন বলে পরীমনির দাবি।
তিনি লিখেছেন, “আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এত দিন আমার এফোর্টে টিকে ছিলো শুধু।
“কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌছালে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়।”
চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাখ্যায় পরীমনি লিখেছেন, “রাজ্যের দিকে তাকিয়ে বার বার সব ভুলে যাই। সব ঠিক করার জন্যে পড়ে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে! না । একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গল এর জন্যেই আলাদা হয়ে গেলাম।”
নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতি পরীমনি নাম নিয়ে ঢাকাই চলচ্চিত্রে নাম লিখিয়েই তারকা বনে গিয়েছিলেন। ২০১৩ সালে প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’ মুক্তির আগেই অন্তত ২০টি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে তোলেন আলোড়ন।
গত বছর এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তোলার পর র্যাবের এক অভিযানে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় পরীমনিকে, মাদক উদ্ধারের কথাও জানানো হয়।
ওই মামলায় এক মাস কারাগারেও থাকতে হয়েছিল পরীমনিকে। ছাড়া পেয়ে সিনেমার শুটিংয়েই শরিফুল রাজের সঙ্গে প্রেম এবং তারপর বিয়ে করেন তিনি। তবে তা রেখেছিলেন লুকিয়ে।
চলতি বছর পরীমনির সন্তানসম্ভবা হওয়ার খবর জানানোর সঙ্গে তার সঙ্গে বিয়ের খবরটিও জানিয়েছিলেন অভিনেতা রাজ। তখনই জানান, গত বছরের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়। তারপর গত অগাস্টে তাদের সন্তান রাজ্যের জন্ম হয়।
‘আইসক্রিম’ দিয়ে চলচ্চিত্রে আসা শরিফুল রাজ পরে ‘ন ডরাই’য়ে অভিনয় করে প্রশংসা কুড়ান। গত বছর রাজের দুটি সিনেমা ‘পরাণ’ ও ‘দামাল’ হিট হলে তিনি ব্যবসাসফল তারকায় পরিণত হন।