শিল্পকলা একাডেমিতে থাকা ‘অরাজক অবস্থা’ ও জনমনে ক্ষোভ সংশোধন করে শৃংখলা ফেরাতে কাজ করার কথা বলেছেন নতুন নিয়োগ পাওয়া মহাপরিচালক।
Published : 09 Sep 2024, 06:50 PM
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাট্যনির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ।
আগামী দুই বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা এই শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকারের পালাবদলের পর শিল্পকলায় লিয়াকত আলী লাকী যুগের অবসানের পর এ দায়িত্বে কে আসছেন তা নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে আলোচনা থাকার মধ্যে এ নিয়োগ হল। সাত দফায় মেয়াদ বাড়ানোর পর ১৩ বছর এ দায়িত্বে ছিলেন লাকী।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার প্রজ্ঞাপন জারির খবর পাওয়ার পর নাট্য নির্দেশক সৈয়দ জামিল বলেছেন, তিনি মঙ্গলবার এ পদে যোগ দিতে ইচ্ছুক।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "শিল্পকলা একাডেমিতে কিছু অরাজক অবস্থা রয়েছে, তা নিয়ে জনমনে ক্ষোভও রয়েছে। আমি বোঝার চেষ্টা করব এই ক্ষোভের জায়গাটা এবং সেটি সংশোধন করে শৃংখলা ফেরানোর কাজ করব। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই। সবার সঙ্গে কথা বলতে চাই।"
শিল্পকলায় লাকীর অনুসারী কর্মকর্তাদের কক্ষে তালা, হামলা
সৈয়দ জামিল ৩০ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে।
মাত্র ১৬ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সৈয়দ জামিল ১৯৭৮ সালে ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একই বছরে তিনি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার টেলিভিশন প্রডিউসারস ট্রেইনিংয়ে প্রথম হন। ১৯৮৯ সালে তিনি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়ারউইক থেকে থিয়েটার আর্টসে স্নাতকোত্তর ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তার নির্দেশনায় মঞ্চে এসেছে ২০টিরও বেশি নাটক। এর মধ্যে রয়েছে সেলিম আল দীন রচিত ‘চাকা’, মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’, পালাগান থেকে করা ‘কমলা রানীর সাগর দিঘী’, মনসা মঙ্গল থেকে ‘বেহুলার ভাসান’, সংযাত্রা থেকে ‘সংভংচং’, রবি ঠাকুরের লেখা থেকে অবলম্বন ‘শ্যামার উড়াল’, কাশ্মীরি কবি আগা শহীদ খানের কাব্য অবলম্বনে ‘রিজওয়ান’, শহিদুল জহিরের উপন্যাস অবলম্বনে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা', সারাহ কেইনের ‘ফোর পয়েন্ট ফোর এইট সাইকোসিস’ অবলম্বনে ‘চার দশমিক চার আট, মন্ত্রাস’ এবং একক অভিনীত নাটক বিস্ময়কর সবকিছু।
তিনি ৭০টির বেশি মঞ্চ প্রযোজনার আলোক নির্দেশনা ও ৮০টিরও বেশি নাটকের মঞ্চপরিকল্পনা করেছেন সৈয়দ জামিল আহমেদ। নিজের বিভাগ ছাড়াও দেশের বড় নাট্যদলগুলোর জন্য প্রযোজনা নির্দেশনা দিয়েছেন, ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর তার নেতৃত্বে গঠিত হয়েছে অলাভজনক ও পেশাদার নাট্যদল ‘স্পর্ধা; ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ’।
কীর দুর্নীতির বিচার দাবি থিয়েটারকর্মীদের
লাকী শিল্পকলার মহাপরিচালক পদে আরও ২ বছর
সৈয়দ জামিল শিল্পকলায় আলোচিত ব্যক্তি লিয়াকত আলী লাকীর স্থলাভিষিক্ত হচ্ছেন। লাকী শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পান ২০১১ সালের ৭ এপ্রিল। সবশেষ ২০২৩ সালের ২৯ মার্চ সপ্তমবারের মত তার মেয়াদ বাড়ানো হয়। এত দীর্ঘ সময় এই দায়িত্বে থাকার নজির আর কারও নেই।
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ অগাস্ট সরকার পতনের পর পরিবর্তনের ধাক্কায় ১২ অগাস্ট শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়েন লাকী।
সরকার পতনের পর ২২ জেলা-উপজেলা শিল্পকলা একাডেমিতে ভাঙচুর-লুটপাট করা হয়েছে। সেসব জায়গায় যাবেন বলেও জানান জামিল আহমেদ।
“সেখানে কারা হামলা করেছে, কেন করেছে, তাদের ক্ষোভের জায়গাটাও আমাদের বুঝতে হবে। আমি সেসব জায়গায় যাব, সবার সঙ্গে কথা বলতে চাই। সবাই মিলে শিল্পকলা একাডেমিকে গতিশীল করতে হবে।”
আরও পড়ুন...
শিল্পকলার লাকীসহ চার প্রতিষ্ঠানের প্রধানকে অপসারণ
'লাকী-কায়দা'র বাধা দূর করে মুক্ত নাট্যচর্চায় একগুচ্ছ প্রস্তাব