নির্মাতা জেমস গান বলছেন, সুপারম্যান: লিগ্যাসি দিয়েই ডিসি ইউনিভার্সের ‘প্রকৃত সূচনা’ হবে।
Published : 28 Jun 2023, 03:17 PM
‘সুপারম্যান’ ফ্র্যাঞ্চাইজিতে সুপারম্যানের ভূমিকার জন্য হলিউড অভিনেতা ডেভিড কোরেন্সওয়েট ও লোইস লেনের চরিত্রে এমি জয়ী অভিনেত্রী রাচেল ব্রসনাহান নির্বাচিত হয়েছেন।
বুধবার ‘সুপারম্যান: লিগ্যাসি’র নতুন কাস্টিংয়ের ঘোষণা দিয়ে পরিচালক জেমস গান এক টুইটে বলেছেন, “তারা দুজন কেবল অবিশ্বাস্য অভিনেতাই নয়, অসাধারণ মানুষও।”
দ্য হলিউড রিপোর্টার বলেছে, ছয়জন তারকার সঙ্গে প্রতিদ্বন্দিতা করে প্রধান ভূমিকার জন্য নির্বাচিত হয়েছেন কোরেনসওয়েট ও ব্রসনাহান। নির্মাতা গান ১৭ জুনের স্ক্রিন টেস্টের মাধ্যমে তাদের নির্বাচিত করেন।
২৯ বছর বয়সী কোরেনসওয়েট ২০২২ সালে নেটফ্লিক্স সিরিজ ‘দ্য পলিটিশিয়ান’ ও মিনিসিরিজ ‘উই ওন দিস সিটি’তে দূর্দান্ত অভিনয় করে জনপ্রিয়তা পান। ‘দ্য মার্ভেলাস মিসেস মাইসেল’ ও ‘হাউস অফ কার্ড’-এর মতো সিরিজে অভিনয় করেন জন্য খ্যাতি অর্জন কুড়ান ৩২ বছর বয়সী ব্রোসনাহান।
পরিচালক গান প্রযোজক পিটার সাফরানের সঙ্গে সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি নিয়ে এখন ব্যস্ত রয়েছেন। এই নির্মাতা ফেব্রুয়ারিতে বলেছিলেন, ‘সুপারম্যান: লিগ্যাসি’র মধ্যদিয়েই ডিসি ইউনিভার্সের ‘প্রকৃত সূচনা’ হবে ।
এখন পর্যন্ত বড় পর্দায় তিনজন অভিনেতাকে সুপারম্যানের চরিত্রে দেখা গেছে। ১৯৭৮ সালে ক্রিস্টোফার রিভ, ২০০৬ সালে ব্র্যান্ডন রুথ এবং ২০১৩ সালে হেনরি ক্যাভিল।
গত বছরের শেষে সুপারম্যান ভূমিকায় ফেরার ইঙ্গিত দেওয়ার পরেও শেষ পর্যন্ত সেই চরিত্রে আর অভিনয় না করার ঘোষণা দেন ক্যাভিল।
আরও পড়ুন